অপেক্ষার অবসান! অবশেষে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলায় ঢুকল পদ্মার ইলিশ

Published on:

padma river ilish in bangaon

সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবের আবহে ইলিশ (Ilish) প্রেমীদের জন্য রইল দারুণ সুখবর। অবশেষে বাংলাদেশ থেকে বাংলায় এল পদ্মার ইলিশ। তাও কিনা কয়েক মেট্রিক টন। বনগাঁ সীমান্ত দিয়ে কয়েক টন পদ্মাপারের ইলিশ বাংলায় ঢুকেছে বলে খবর। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

পুজোর আগে বাংলায় এল কয়েক টন বাংলাদেশের ইলিশ

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, বিশ্বকর্মা পুজোর আগের রাতে অর্থাৎ মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত দিয়ে ইলিশের ট্রাক এদেশে ঢোকে। বাংলাদেশের ইউনুস সরকার প্রথম দফায় মোট ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ পাঠিয়েছে। এর ফলে বর্তমানে খুশির হাওয়া বইছে মাছ ব্যবসায়ী মহলে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অবশেষে পুজোর আগে থেকেই রুপোলী শস্যের স্বাদ নিতে পারবেন মাছপ্রেমী বাঙালি? চলুন জেনে নেবেন ঝটপট।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক ৩৭ জন রপ্তানিকারককে ভারতে সুস্বাদু ইলিশ পাঠানোর অনুমতি দেওয়ার পর প্রতিবেশী দেশ থেকে বাংলায় ইলিশের চালান চলাচল শুরু হয়। পদ্মার ইলিশ বহনকারী প্রথম কয়েকটি ট্রাক বুধবার পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার বাজারে এই ইলিশ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক ৩৭ জন রপ্তানিকারককে ভারতে সুস্বাদু ইলিশ পাঠানোর অনুমতি দেওয়ার পর প্রতিবেশী দেশ থেকে বাংলায় ইলিশের চালান চলাচল শুরু হয়। দুর্গাপূজার জন্য ভারতে ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনুস সরকার।

বাজারে কবে থেকে মিলবে ইলিশ?

বাংলার মাছ আমদানিকারক সমিতির সভাপতি অতুল চন্দ্র দাস বলেন, “পদ্মা ইলিশ বুধবার বাংলায় প্রবেশ করবে। মাছ বাছাই এবং দাম নির্ধারণের পর, এটি খুচরা বিক্রেতাদের কাছে পাঠানো হবে এবং বৃহস্পতিবার সকাল থেকে মানুষ নতুন আমদানি করা মাছ পাবে।” তবে তার আগেই বাংলায় মাছ ঢুকে যাওয়ায় খুশি সকলে। মঙ্গলবার রাতে বনগাঁর সীমান্তে এসে ট্রাক দাঁড়ায়। এরপর রাত একটা নাগাদ বেনাপোল সীমান্ত দিয়ে ইলিশ বোঝাই ট্রাক ভারতে ঢুকল। মোট সাতটি ট্রাক ওপার বাংলা থেকে ইলিশ নিয়ে এদেশে আসে।

“এবার, বাংলাদেশ ইলিশের প্রতি কেজি রপ্তানি মূল্য ২.৫ ডলার বাড়িয়েছে। বর্তমান রপ্তানি মূল্য ১২.৫০ ডলার, যা গত বছরের ১০ ডলার থেকে বেশি। এর উপরে, শুল্ক ফি, পরিবহন খরচ এবং আমদানিকারক, পাইকারী বিক্রেতা এবং খুচরা বিক্রেতাদের মার্জিন ভোক্তাদের কাছে পৌঁছানোর আগেই যোগ করা হবে,” একজন আমদানিকারক বলেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥