প্রীতি পোদ্দার, কলকাতা: ৭৫ বছর বয়সে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর তাঁর জন্মদিনেই এবার এক বড় চমক পেল গোটা দেশবাসী। বহু প্রতীক্ষার পর অবশেষে প্রধানমন্ত্রীর জন্মদিনে নরেন্দ্র মোদির জীবন নির্ভর বায়োপিক ঘোষণা করল সিলভার কাস্ট ক্রিয়েশনস। যেখানে দর্শকদের সামনে জীবন্ত হয়ে উঠবে প্রধানমন্ত্রীর শৈশব থেকে দেশের নেতৃত্বে পৌঁছনোর এক বিস্ময়কর যাত্রা।
পর্দায় আসতে চলেছে মোদির বায়োপিক
‘সিলভার কাস্ট ক্রিয়েশন্স’ তরফে জানানো হয়েছে, নরেন্দ্র মোদির দ্বিতীয় বায়োপিকের নাম রাখা হয়েছে ‘মা বন্দে’। ছবিটি প্রযোজনা করছে এই সংস্থাই। যেখানে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে মলয়ালি অভিনেতা উন্নি মুকুন্দনকে। যিনি ইতিমধ্যেই ‘মার্কো’ এবং ‘গরুডান’-এর মতো ছবিতে নজর কেড়েছেন। এ বার তিনি রূপোলি পর্দায় হয়ে উঠবেন রিল লাইফের নরেন্দ্র মোদী। স্ক্রিনের পর্দায় ফুটিয়ে তুলবেন ছোট্ট শহরের ছেলে থেকে জাতির নেতা হয়ে ওঠার গল্প। জানা গিয়েছে, ‘মা বন্দে’ সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করতে চলেছেন ক্রান্তি কুমার সি.এইচ এবং প্রযোজক ভীর রেড্ডি এম। নির্মাতাদের দাবি, এই ছবিতে আধুনিকতম VFX ও আড়ম্বরপূর্ণ প্রোডাকশন ডিজাইন করা হবে। তাই গোটা চলচ্চিত্র দেখার জন্য বেশ উত্তেজিত সকলে।
মুখ্য চরিত্রে অভিনয় করছেন কে?
মুখ্যচরিত্র হিসেবে ছবির ফার্স্টলুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা উন্নি মুকুন্দন। আর সেই পোস্টেই তিনি লিখেছেন, ‘একজন মানুষের কাহিনি, যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে যা আগামী প্রজন্মের জন্য বিপ্লব হয়ে ওঠে। ‘মা বন্দে’…প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। পুনরুজ্জীবিত হোক গৌরব, আরও ঔজ্জ্বল্য অপেক্ষা করছে’। নির্মাতাদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ক্যামেরায় থাকবে কেকে সেন্টিল কুমার— ‘বাহুবলী’ ও ‘ঈগা’র ম্যাজিশিয়ান। সম্পাদনায় থাকবেন জাতীয় পুরস্কার জয়ী শ্রীকর প্রসাদ। অ্যাকশনের দায়িত্বে কিং সলোমন এবং সঙ্গীতের দায়িত্বে রবি বসরুর। গোটা দেশে, ইংরেজি-সহ একাধিক ভাষায় ছবিটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে। যদিও ছবির মুক্তির দিন ঘোষণা হয়নি এখনও।
আরও পড়ুন: ‘পেনশন সরকারের দয়ার দান নয়, কর্মীদের অধিকার!’ রাজ্যকে তুলোধোনা হাইকোর্টের
বায়োপিক ট্রেন্ডে রাজনৈতিক নেতৃত্ব
উল্লেখ্য, রাজনৈতিক বায়োপিক এখন ভারতীয় সিনেমার এক জনপ্রিয় ধারা। বিভিন্ন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে একের পর এক বায়োপিক নির্মাণ করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনী নিয়ে ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’, শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরের কাহিনি নিয়ে ‘ঠাকরে’, অথবা অটল বিহারী বাজপেয়ীর জীবনকথা নিয়ে ‘ম্যায় অটল হুঁ’। বাদ যায়নি ইন্দিরা গান্ধীর বায়োপিকও। ২০১৯ সালে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির প্রথম বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’ হিসেবে বড় পর্দায় এসেছিল। যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। গোটা দেশ জুড়ে সিনেমাটি বেশ সাড়া ফেলে দিয়েছিল। এবার দেখার পালা এই দ্বিতীয় বায়োপিক সিনেপ্রেমীদের মন কতটা জয় করতে পারে।