সৌভিক মুখার্জী, কলকাতা: চলছে এশিয়া কাপ 2025-এর গ্রুপ স্টেজ ম্যাচ। আজ পাকিস্তানের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরশাহি। ভারতীয় সময় অনুযায়ী রাত 8 টায় খেলা হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগেই বিরাট সিদ্ধান্তের পথে হাঁটল পাক ক্রিকেট বোর্ড। পাকিস্তান দল নাকি আজকের ম্যাচ খেলবে না (Pakistan Boycotts Asia Cup 2025)!
হোটেলেই খেলোয়াড়রা
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড সরাসরি খেলোয়াড়দের মাঠে না যাওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি দলের কিট ব্যাগ, লাগেজ সবকিছু বাসেই পড়ে রয়েছে। প্লেয়ারদের বলা হয়েছে, তাঁরা যেন রুমের ভেতরেই থাকে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহি দল ইতিমধ্যেই ম্যাচ ভেন্যুর উদ্দেশ্যে রওনা দিয়েছে। ফলে পাকিস্তানের না খেলা কার্যত নিশ্চিত।
এবার সবথেকে বড় প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এরকম সিদ্ধান্ত? আসলে বিগত ভারত-পাকিস্তান ম্যাচে সামনে এসেছিল হ্যান্ডশেক বিতর্ক। ম্যাচের পর নিয়ম অনুযায়ী হ্যান্ডশেক না হওয়া নিয়েই বিতর্ক তুঙ্গে ওঠে। অভিযোগ উঠেছে, রেফারি অ্যান্ডি পাইক্রফট পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে। পাকিস্তান শিবির তাঁকে সরানোর জন্যও দাবি জানায়। তবে আইসিসি সেই দাবি মানতে নারাজ। এই ঘটনার পরই ক্ষোভে ফাটতে থাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শেষমেশ সেই ক্ষোভ আজকের ম্যাচ বয়কটের মাধ্যমে প্রকাশ পেল।
আরও পড়ুনঃ পুজোর আগেই সুখবর কালনা-শান্তিপুর ব্রিজ নিয়ে, শুরু হল কাজ
এখন প্রশ্ন থেকে যাচ্ছে, চলতি এশিয়া কাপে পাকিস্তানের এই সিদ্ধান্তের কোনও প্রভাব পড়বে? নিয়ম অনুযায়ী, কোনও দল যদি নির্ধারিত ম্যাচে না নামে, তাহলে প্রতিপক্ষ দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহি আজ না খেলেই দুই পয়েন্ট পাবে। তবে এর পাশাপাশি পাকিস্তান এরকম আচরণের কারণে বড়সড় জরিমানা বা শাস্তির মুখোমুখি হতে পারে। যদিও পাক বোর্ডের তরফ থেকে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। সেখানেই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।