ফের দুয়ারে ঘূর্ণাবর্ত, অতি ভারী বর্ষণের সম্ভাবনা ৫ জেলায়, আবহাওয়ার খবর

Published on:

weather today rain

সহেলি মিত্র, কলকাতাঃ বিশ্বকর্মা পুজো শেষ হতেই দুর্গাপুজো নিয়ে শুরু হয়েছে কাউন্টডাউন। আসন্ন এই উৎসবকে ঘিরে সাজো সাজো রব চারিদিকে। তবে আকাশের মতিগতি মোটেও ভালো নয়। বৃষ্টি যেন থামারই নাম নিচ্ছে না। এসবের মাঝেই আবার তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহার সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এর জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর অবধি জেলায় জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে বলে খবর। আজ বৃহস্পতিবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? চলুন জেনে নেবেন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) প্রসঙ্গে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, নদীয়া, হুগলী, ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে দমকা হাওয়া।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, আজ আবার অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে দমকা হাওয়া।

আগামীকালের আবহাওয়া

শুক্রবারও দুর্যোগ অব্যাহত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাদবাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

অপরদিকে এদিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং বাঁকুড়া জেলায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥