বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসল উদ্দেশ্য কী? দীর্ঘ তিন বছর পেরিয়ে কেনই বা ভারতের কাছের পড়শি দেশকে ফের ঋণ দেওয়া শুরু করল চিন? প্রশ্নটা উঠছে শি জিনপিং রাষ্ট্রের সিদ্ধান্তের পর থেকেই। জানা গিয়েছে, ভারতের দক্ষিণের দীপরাষ্ট্র শ্রীলঙ্কাকে এক লপ্তে 4 হাজার কোটি টাকারও বেশি অঙ্কের অর্থ ঋণ বাবদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিয়ের দেশের একটি ব্যাঙ্ক (China Gives Loans To Sri Lanka)। কিন্তু কেন? ভারতের পড়শিকে হাত করাই কি আসল লক্ষ্য ড্রাগনের?
কেন শ্রীলঙ্কাকে ফের ঋণ দিচ্ছে চিন?
সম্প্রতি তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। ব্যাপক অর্থনৈতিক ঘাটতির কারণে দেশটির অবস্থা কার্যত দেউলিয়া হবার জোগাড় হয়েছিল। তবে সেই জায়গা থেকে ধীরে ধীরে ঘুরে দাড়াচ্ছে ভারতের প্রতিবেশী। যদিও শ্রীলঙ্কার খারাপ সময় তার কাছ থেকে সরে দাঁড়িয়েছিল দাদা চিন! দেশটিকে দেওয়া ঋণও বন্ধ করে দেয় বেইজিং। তবে শোনা যাচ্ছে পুনরায় সেই আটকে রাখা 4.3 হাজার কোটি টাকা অর্থাৎ 50 কোটি ডলারের ঋণ মঞ্জুর করল শি জিনপিংয়ের দেশে।
এর নেপথ্যে কারণ হিসেবে যদিও চিন দাবি করেছে, এতদিন ধরে শ্রীলঙ্কায় যেসব প্রকল্পের কাজ আটকেছিল সেগুলি আবার শুরু করতে অর্থাৎ দেশটির পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যেই শ্রীলঙ্কাকে লোন দেওয়া হচ্ছে। বলা বাহুল্য, চিনের তরফে আটকে রাখা ঋণ পুনরায় ছাড়ার কারণে এবার শ্রীলঙ্কায় থমকে যাওয়া হাইওয়ে প্রকল্পের কাজ ফের শুরু হয়েছে বলেই খবর।
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, বুধবার হাইওয়ে প্রকল্পের কাজ পুনরায় শুরু করেই চিনের ব্যাঙ্ককে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে। না বললেই নয়, চিনের এক্সিম ব্যাঙ্ককের তরফে বেশ কিছু শর্তের ভিত্তিতে বিপুল পরিমাণ ঋণ পাচ্ছে শ্রীলঙ্কা।
লঙ্কান প্রেসিডেন্টের গলায় আত্মবিশ্বাসী সুর
ড্রাগনের তরফে 4.3 হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর হওয়ার পরই বুকে বল পেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। চিনা ব্যাঙ্কের তরফে লোনের সবুজ সংকেত পেতেই দেশটির প্রেসিডেন্ট দিশানায়েকে সাফ জানালেন, বিশেষজ্ঞরা বলেন কোনও দেশ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে থাকলে উন্নয়নের খাতায় এক দশক পিছিয়ে যায়। তবে আমি এ কথা বলতে পারি, কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও আমরা এই সময়সীমাকে অর্ধেকে নামিয়ে আনব। এ বছর শ্রীলঙ্কার অর্থনীতিতে পাঁচ শতাংশ বৃদ্ধি দেখা যাবে। 2026 সালে গিয়ে আমাদের বাজেটের লক্ষ্য হবে কঠিন পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি পাওয়া।
অবশ্যই পড়ুন: চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ১০
উল্লেখ্য, ভারতের পড়শি দেশ শ্রীলঙ্কা তীব্র আর্থিক সঙ্কটের সম্মুখীন হলে, দেশটিকে 290 কোটি ডলার দিয়ে সাহায্য করেছিল আন্তর্জাতিক অর্থভাণ্ডার। যার জেরে গত বছর শ্রীলঙ্কায় 5 শতাংশ আর্থিক বৃদ্ধির লক্ষ্য করা যায়। যদিও রিপোর্ট বলছে, ইতিমধ্যেই শ্রীলঙ্কার কাছে 490 কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে চিনের। যা এখনও পর্যন্ত পরিশোধ করতে পারেনি অনুরার দেশ। তার উপর আবার সেই চিন থেকেই 4 হাজার কোটিরও বেশি ঋণ নিয়ে মাথা যন্ত্রণা বাড়াল লঙ্কানরা।