হুমকি দিয়েও কেন এশিয়া কাপে খেলছে পাকিস্তান? উত্তর দিল PCB

Published on:

Pakistan Cricket Board Explained Why Pak Team Refused to Boycott

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়কট নাটকের অবসান ঘটেছে গতকালই। খেলবো না খেলবো না করে, এক ঘন্টা দেরিতে হলেও সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নেমেছিল সেই পাকিস্তান। কিন্তু কেন? মুখে বড় বড় বাতেলা ঝেড়ে, এশিয়া কাপ বয়কটের হুমকি দিয়েও কেন UAE দলের বিরুদ্ধে খেলতে নামলো পাকিস্তান? ঠিক কোন কারণে অবস্থান বদলাতে হল PCB-কে? মুখ খুললেন পাক ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভি।

কেন হুমকি দিয়েও এশিয়া কাপে খেলছে পাকিস্তান?

বিগত বেশ কয়েকদিন ধরেই হ্যান্ডশেক বিতর্ক নিয়ে সময় কাটাচ্ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথমে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দ্বারস্থ হয় পাক বোর্ড। দাবি ছিল, ভারত বনাম পাকিস্তান ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের। PCB-র যুক্তি ছিল, এই ম্যাচ রেফারিই দুই দলের অধিনায়কদের একে অপরের সাথে হাত মেলাতে বারণ করেছিলেন। শুধু তাই নয়, ম্যাচ রেফারিকে অপসারণের দাবি না মানা হলে এশিয়া কাপে না নামানোরও হুমকি দেয় পাকিস্তান।

তবে বাস্তব অর্থে পাক ক্রিকেট বোর্ডের দাবি উড়িয়ে দিয়েছিল ICC। আর এর পরই ক্রিকেট মহলের পাখির চোখ হয়ে ওঠে পাকিস্তান। আদৌ কি এশিয়া কাপে খেলবে পশ্চিমের দলটি? এমন প্রশ্ন যখন উঠছে ঠিক সেই আবহে নাটকীয়তার সাথে খানিকটা উত্তেজনা বাড়িয়ে বুধবার UAE দলের বিরুদ্ধে খেলতে নামেন সলমান আলি আঘারা। যদিও এর আগে বিবৃতি জারি করেছিল PCB।

ESPN CricInfo-র রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতিতে জানানো হয়, ভারত বনাম পাকিস্তান ম্যাচে নিজের ব্যবহারের জন্য নাকি ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি পাইক্রফট। জানা যায়, পাক অধিনায়ক সলমানের সামনেই তিনি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান। এমনকি ম্যাচ রেফারি এও স্বীকার করে নেন, ভুল বোঝাবুঝির কারণেই তিনি দুই দলের অধিনায়ককে হাত মেলাতে বারণ করেছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এমন বিবৃতির পরই মাঠে নামে পাক দল।

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নকভি জানান, কিছুক্ষণ আগেই আমাদের দলের কোচ, অধিনায়ক এবং ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে রবিবারের ম্যাচের ম্যাচ রেফারির। হ্যান্ডশেক নিয়ে এমনটা হওয়া উচিত হয়নি বলেই মেনে নিয়েছেন তিনি। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান বলে দেন, রাজনীতি এবং খেলা একসাথে চলতে পারে না। পাকিস্তান ক্রিকেট দল যদি এশিয়া কাপ বয়কট করতো তাহলেও পাক প্রধানমন্ত্রী এবং পাক সরকারের সমর্থন তাদের সাথে থাকতো।

অবশ্যই পড়ুন: ‘আপনার ভগবানকে গিয়ে বলুন!’ CJI-র বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ

উল্লেখ্য, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এশিয়া কাপে খেলা নিয়ে ছেলে বোঝানো কথা বললেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি উড়িয়ে দিচ্ছেন নেট নাগরিকদের একটা বড় অংশ। ভারত ছাড়াও অন্যান্য ক্রিকেট দলের সমর্থকরা মনে করছেন, এশিয়া কাপ বয়কট করা পাকিস্তানের ক্ষমতার বাইরে। তাই অন্যান্য সময়ের মতো স্বভাববশত হুমকি দিলেও আদতে তার সিকিভাগও করে দেখাতে পারল না পাকিস্তান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥