বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বন্ধু সৌদি আরবের সাথে চুক্তি সেরেছে পাকিস্তান। বুধবার আনুষ্ঠানিকভাবে সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমানের সাথে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এরপরই কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে দুই দেশ (Pakistan-Saudi Arabia Defence Deal)।
সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে কোনও একটি দেশ যদি সামরিক অগ্রাসনের শিকার হয় অর্থাৎ দেশটির উপর যদি অন্য কোনও শক্তিশালী দেশ আক্রমণ করে সেক্ষেত্রে সেটি দুই দেশের উপর আঘাত হিসেবেই গণ্য করা হবে। বিরোধী পাকিস্তানের সাথে সৌদির এমন চুক্তি ভারতের মাথাব্যথা বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।
প্রতিক্রিয়া জানিয়েছে নয়া দিল্লি
বন্ধু সৌদি আরবের সাথে পাকিস্তানের চুক্তি প্রসঙ্গে মুখ খুলেছে ভারতের বিদেশ মন্ত্রক। নয়া দিল্লির তরফে সাফ জানানো হয়েছে, দুই দেশের মধ্যে চুক্তির কী প্রভাব এদেশে পড়ে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে ভারত ওয়াকিবহাল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই চুক্তি খতিয়ে দেখার ক্ষেত্রে ভারতের জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক সুস্থিতির বিষয়টি মাথায় রাখা হবে বলেও জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
ভারতকে আটকাতেই কি এই চুক্তি পাকিস্তানের?
বুধবার পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে হওয়া চুক্তি নিয়ে মুখ খুলেছেন বিশেষজ্ঞ মহলের অনেকেই। তাদের মধ্যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি পর্যবেক্ষণকারী আমেরিকান বিশেষজ্ঞ মাইকেল কুলগামেন বলেছেন, পাকিস্তান এবং সৌদির মধ্যে এই চুক্তি সত্যিই বিশেষ। পাকিস্তান শুধুমাত্র একটি নতুন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেনি, সেই সাথে ভারতের অন্যতম অংশীদারের আরও কাছাকাছি ঘেঁষেছে। তবে এই চুক্তি দিয়ে যে ভারতকে ঠেকিয়ে রাখা যাবে এমনটা বলা যায় না। তবে এ কথা ঠিক যে, চিন, তুরস্ক এবং সৌদি এই তিন শক্তির কারণে পাকিস্তানের অবস্থান যথেষ্ট শক্তিশালী হয়েছে।
এ প্রসঙ্গে পশ্চিম এশিয়া বিশেষজ্ঞ জাহাক তানভের আবার বলেছেন, পাকিস্তান এবং সৌদির চুক্তি কিছু নতুন নয়। সৌদি আরব এবং পাকিস্তান অতীতে এই ধরনের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। তবে সৌদি সব সময় নিজের নিরাপত্তা রক্ষা করতেই উদ্যোগী। ওই বিশেষজ্ঞের মতে, ইরান এবং ইরাকের মধ্যে হওয়া পূর্বের যুদ্ধকালে ইসলামাবাদ আশ্বাস দিয়েছিল যে সৌদি আরবের উপর হামলা পাকিস্তানের উপর আক্রমণ হিসেবেই বিবেচিত হবে। যদিও সেটা ছিল রাজনৈতিক চালাকি।
অবশ্যই পড়ুন: ওমানের ম্যাচে সুযোগ পাবেন অর্শদীপ, বাদ যাবেন কে? দেখুন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
সৌদি আরব কি ভারতের সাথে সম্পর্ক শেষ করবে?
পাকিস্তানের সাথে চুক্তির পর এবার সৌদি আরব কি ভারতের সাথে সম্পর্ক শেষের পথে হাঁটবে? এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞ তানভের বলেছেন, সৌদি কখনই ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না। নয়া দিল্লির সাথে রিয়াদের কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক যথেষ্ট মজবুত। তাছাড়াও বিভিন্ন সময়ে ভারতের কাছ থেকে সাহায্য পেয়েছে দেশটি। তাই পাকিস্তানকে সামরিক দিক থেকে সাহায্য করে ভারতকে খেপিয়ে তুলবে না সৌদি আরব। যদিও নয়া দিল্লির তরফে গোটা বিষয়টির উপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে।