বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাত মিলিয়েছে বহু আগেই। এবার ভারতের সাথে চুক্তির পথে হাঁটতে চলেছে তুরস্কের বড় শত্রু সাইপ্রাস (Turkey Enemy Deal With India)! এমনটা যে হবে, তার আভাস পাওয়া গিয়েছিল গত জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাইপ্রাস সফরের সময়ই।
দেশটির সিএআরআই বিজ্ঞানী ডেমিট্রেস স্কোরাইডস জানিয়েছেন, বেশ কিছু ক্ষেত্রে ভারত এবং সাইপ্রাসের মধ্যে চুক্তিগুলি বড় আকার নেবে। বলা বাহুল্য, ভারত-সাইপ্রাস শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে মুম্বইয়ে রয়েছেন স্কোরাইডস। তাঁর কথায়, খুব শীঘ্রই দুই দেশ বড়সড় প্রতিরক্ষা চুক্তিতে যেতে পারে।
ভারত-সাইপ্রাস প্রতিরক্ষা চুক্তি চিন্তা বাড়াবে তুরস্কের!
দীর্ঘ সময় ধরে তুরস্ক এবং সাইপ্রাসের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই দুই দেশ একে অপরকে কার্যত সহ্যই করতে পারে না। একদিকে ভারতের বন্ধু সাইপ্রাস, অন্যদিকে তুরস্ক আবার পাকিস্তান দরদী। ফলে, শত্রুর সাথে ভারতের বন্ধুত্ব নিয়ে এমনিতেই চিন্তায় রয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিচেপ এরদোয়ান। বিশেষজ্ঞরা বলছেন, এবার যদি ভারত এবং সাইপ্রাস প্রতিরক্ষা চুক্তিতে যায় সেক্ষেত্রে তুর্কির জন্য তা মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে উঠবে।
গত জুনে 23 বছর পর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সাইপ্রাসে পৌঁছেছিলেন নরেন্দ্র মোদি। সেবার, ওদেশে পৌঁছেই সাইপ্রাসের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন তিনি। আর সেটাই গা জ্বালা হয়ে উঠেছিল তুর্কি প্রধানের। সেই থেকেই নাকি ভারত এবং সাইপ্রাসের গতিবিধির উপর নজর রাখছিল তুর্কি। বলে রাখা প্রয়োজন, 1974 সালের যুদ্ধের কারণে তুরস্ক এবং সাইপ্রাসের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে। সেই থেকেই দুই দেশের মধ্যে শত্রুতা চরম আকার নিয়েছে। আসলে সেবারের যুদ্ধে সাইপ্রাসকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছিল। আর তা থেকেই জন্ম হয় তুর্কি এবং সাইপ্রাসের পারস্পরিক দ্বন্দ্বের।
অবশ্যই পড়ুন: ওমানের ম্যাচে সুযোগ পাবেন অর্শদীপ, বাদ যাবেন কে? দেখুন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, সাইপ্রাসের বিজ্ঞানী ডেমিট্রেস বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ভারসাম্য বজায় রাখতে ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ। তাছাড়াও মহাকাশ খাতে ভারতের ক্রমাগত উন্নতি এবং অন্যান্য প্রযুক্তিগত ক্ষেত্রে নয়া দিল্লির আত্মনির্ভরতাই সাইপ্রাসের আকর্ষণ কেড়েছে। ওই বিজ্ঞানীর দাবি, মহাকাশে যে পাঁচটি বড় দেশ বিনিয়োগ করে তাদের মধ্যে ভারত একটি। মনে করা হচ্ছে, ভারতের ক্রমাগত উন্নতি এবং শত্রু তুরস্ককে শায়েস্তা করার লক্ষ্যেই নয়া দিল্লির সাথে বড়সড় চুক্তির পথে হেঁটেছে নিকোসিয়া।