বিক্রম ব্যানার্জী, কলকাতা: শপথ নেওয়ার আগে এবং পরে দুই পরিস্থিতিতেই ভারতের প্রতি সম্মান প্রদর্শন করেছেন নেপালের বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকি। ভারতের তরফেও পড়শি দেশে প্রাণহানির ঘটনায় সমবেদনা জানানো হয়। সেই সাথে প্রধানমন্ত্রীর তরফেও শুভেচ্ছা যায় নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলার কাছেও। এবার সরাসরি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ফোনে কথা (Modi-Sushila Conversation) বললেন নেপালের অন্তর্বর্তী প্রধান। কী কথা হল দুজনের?
ফোনালাপে কী কথা হল দুই দেশের প্রধানের?
বৃহস্পতিবার নেপালের অন্তরবর্তী প্রধানমন্ত্রী সুশীলার সাথে ফোনালাপের কথা নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের চৌকিদার লিখেছেন, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকির সঙ্গে ফোনে কথা হয়েছে। নেপালে সাম্প্রতিক প্রাণহানির ঘটনায় তাঁকে সমবেদনা জানিয়েছি। সেই সাথে, দেশটিতে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসতে তাঁর সরকারের প্রতিষ্ঠায় সমর্থনের আশ্বাসও দিয়েছি। পাশাপাশি আগামীকাল নেপালের জাতীয় দিবস উপলক্ষে তাঁকে এবং নেপালের জনতাকে আগাম শুভেচ্ছা জানিয়েছি।
অবশ্যই পড়ুন: প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে পাকিস্তানের পাশে দাঁড়াল সৌদি আরব! ভারত আর হামলা করতে পারবে?
ভারতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন সুশীলা
অশান্ত নেপালের দায়িত্ব যেতে পারতো কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের হাতে। তবে নেপাল নিউজের রিপোর্ট অনুযায়ী, আন্দোলনকারীরা র্যাপারের সাথে বারবার যোগাযোগ করা সত্ত্বেও তাঁর তরফে কোনও রকম প্রতিক্রিয়া মেলেনি। ফলে বাধ্য হয়েই দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলাকে যোগ্য হিসেবে বেছে নেন তাঁরা। শুধু তাই নয়, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেড় হাজারেরও বেশি সমর্থন পেয়েছিলেন সুশীলা। আর তারপরই নেপালের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। তবে তার আগে ভারতের প্রতি শ্রদ্ধা জানাতে ভুলে যাননি কারকি।
সুশীলা বলেছিলেন, ভারতের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান অপরিসীম। ভারত সবসময় আমাদের সাথে থেকেছে। এদিন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সুশীলার বক্তব্য ছিল, মোদিজিকে আমার নমস্কার! আমি ওনাকে খুব সম্মান করি। নেপালের নতুন প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছিলেন মোদিও। গত শনিবার মণিপুরের এক সভা থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, নেপাল ভারতের ঘনিষ্ঠ বন্ধু। আমরা ইতিহাস এবং বিশ্বাসের দিক থেকে একে অপরের সাথে সংযুক্ত। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হওয়ায় সুশীলা কারকিকে এদিন 140 কোটি দেশবাসীর তরফে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার সরাসরি ফোনেই অনুভূতি ভাগ করে নিলেন দুজনে।