পুজোর আগেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৪৫ বন্দিকে মুক্ত করছে সরকার! শুভেচ্ছা মমতার

Published on:

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি, তারপরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ প্রাণের উৎসব দুর্গা পুজো। চারিদিকে তাই সাজো সাজো রব। এমতাবস্থায় জেলবন্দিদের জন্য নিয়ে আসা হল এক দারুণ উপহার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে যাঁদের ১৪ বছর কারাবাস হয়ে গিয়েছে, তাঁদের মোট ৪৫ জনকে মুক্তি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে এ কথা নিজে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বন্দিদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তাঁর সরকার গঠনের সময় থেকে অর্থাৎ ২০১১ সালের পর থেকে এ পর্যন্ত কত জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, তার পরিসংখ্যান তুলে ধরেন। তিনি লিখেছেন, ‘‘২০১১ সালের পর থেকে এখনও পর্যন্ত ৮৪০ জন বন্দি ছাড়া পেয়েছেন। আরও ৪৫ জনকে আইনের পথে মুক্তি দেওয়া হচ্ছে। আমি তাঁদের ও তাঁদের পরিবারের সকলকে আমার অভিনন্দন জানাই।’’ এছাড়াও মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, ‘‘সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। আমি আশা করব, এই মুক্তিপ্রাপ্ত বন্দিরা তাঁদের নতুন ও মুক্ত জীবনে সুনাগরিক হয়ে উঠবেন। তাহলেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে।’’

খুশি বন্দি সদস্যের পরিবাররা

সাধারণত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে যাঁদের ১৪ বছর কারাবাস হয়ে গিয়েছে, প্রতি বছরই পুজোর আগে তেমন বন্দিদের অনেককে মুক্তি দেয় রাজ্য সরকার। এর আগে গত জুলাই মাসে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি মুক্তি পান মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার বা সেন্ট্রাল জেল থেকে। তিন আসামির ব্যবহার বা আচরণে মুগ্ধ হয়ে মুক্তির সুপারিশ করেছিল মেদিনীপুর সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ। পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথোরিটির সহযোগিতায় পশ্চিমবঙ্গের ‘স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ড’ এই তিন জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির জেল-মুক্তি সুপারিশ অনুমোদন করে। আর তাতে বেশ খুশি হয়েছিল বন্দি সদস্যের পরিবার।

আরও পড়ুন: কাজের লোককেও ছাড়েনি রামপুরহাটের সেই ধর্ষক শিক্ষক, এবার বাড়িতে মিলল সে*ক্স টয়

বন্দি সংখ্যা নিয়ে প্রশ্ন APDR-এর

এদিকে পুজোর আগে রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানালেও বন্দিদের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠন এপিডিআর। সংগঠনের সদস্য রঞ্জিত শূর বলেন, ‘‘৪৫ জনকে মুক্তি দেওয়া হচ্ছে ভাল কথা। কিন্তু এই রকম বন্দি কত রয়েছেন সে ব্যাপারে সরকার কেন পরিসংখ্যান স্পষ্ট করছে না?’’ সংগঠনের দাবি, একাধিক বার RTI করেও সঠিক পরিসংখ্যান জানা যায়নি। তবে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি সরকারও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥