বিক্রম ব্যানার্জী, কলকাতা: বেহাল রাস্তা। পায়ে পায়ে গর্ত। বর্ষা হলেই জমে যায় জল। চিত্রটা বেঙ্গালুরুর আউটার রিং রোডের। সড়কের বেহাল দশা সত্বেও কোনওরকম নজর নেই কর্ণাটক সরকারের। মূলত সে কারণেই খারাপ রাস্তাকে সামনে রেখে বেঙ্গালুরুর বুকে অফিস বন্ধ করতে চলেছে ডিজিটাল ট্রাকিং প্ল্যাটফর্ম অর্থাৎ লজিস্টিক কোম্পানি ব্ল্যাকবাক। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সে কথা ঘোষণা করে দিয়েছেন সংস্থাটির CEO রাজেশ কুমার ইয়াবাজি (Rajesh Yabaji On Bengaluru Road)।
সোশ্যাল মিডিয়ায় অফিস বন্ধের ঘোষণা রাজেশ কুমার ইয়াবাজির
গত মঙ্গলবার, নিজের এক্স হ্যান্ডেলে লজিস্টিক প্রযুক্তি সংস্থা ব্ল্যাকবাকের সহ প্রতিষ্ঠাতা রাজেশ লেখেন, আমরা সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাঁর কথায়, বেহাল রাস্তা দিয়ে অফিস পৌঁছতে কর্মীদের প্রতিদিন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। রাস্তা পার হতে দেড় ঘন্টারও বেশি সময় লেগে যেত। ওই রাস্তা দেখতে একেবারে চাঁদের পৃষ্ঠের মতো। রাজেশ আরও লেখেন, ORR ( বেল্যান্ডুর) এ গত 9 বছর ধরে আমাদের অফিস এবং বাড়ি রয়েছে। তবে বর্তমানে ভাঙা রাস্তা, জ্যাম, দুর্বল অবকাঠামো এবং সরকারি উদাসীনতার কারণে যথেষ্ট সমস্যা হয়ে গিয়েছে দাঁড়িয়েছে। তাই এখানে আর ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব নয়।
এদিন সমাজ মাধ্যমের পাতায় সংস্থাটির সহ প্রতিষ্ঠাতা ইয়াবাজি খুব স্পষ্ট ভাবে লেখেন, আমি আগামী পাঁচ বছরে পরিস্থিতির উন্নতি আশা করছি না। মূলত রাস্তার ট্রাফিক সমস্যার দিকে ইঙ্গিত দিয়ে কার্যত সরকারের দিকেই আঙুল তুলেছেন তিনি। সব মিলিয়ে, বেঙ্গালুরুর রাস্তার দৈনদশা এবং লম্বা জ্যমের কারণেই যে অফিসটিকে বন্ধ করতে হচ্ছে সে কথা একেবারে খোলাখুলি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বুঝিয়ে দিয়েছেন রাজেশ।
ORR (Bellandur) has been our “office + home” for the last 9 years. But it’s now very-very hard to continue here. 💔
We have decided to move out.
Background:
– Average commute for my colleagues shot up to 1.5+ hrs (one way)
– Roads full of potholes & dust, coupled with lowest…— Rajesh Yabaji (@YABAJI) September 16, 2025
সরকারের প্রতিক্রিয়া!
ব্যাকবাক সংস্থার সহ প্রতিষ্ঠাতার সোশ্যাল মিডিয়া পোস্টটি ভাইরাল হয়েছে দাবানলের গতিতে। ইতিমধ্যেই ওই পোস্ট চাক্ষুষ করেছেন 13 লক্ষেরও বেশি মানুষ। যদিও বেঙ্গালুরুর আউটার রিং রোড নিয়ে রাজেশের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেয়নি কর্ণাটক সরকার। যদিও এর আগে রাস্তার জীর্ণ দশা নিয়ে প্রশ্ন উঠলে প্রশাসনের তরফে জানানো হয়, বেঙ্গালুরু কোনও পরিকল্পিত শহর নয়। রাস্তাগুলির কাজ একদিনে শেষ করা যাবে না। এটা সময় সাপেক্ষ। কাজ চলছে।
অবশ্যই পড়ুন: দেশের ১.৬৫ লাখেরও বেশি পোস্ট অফিসেই পাওয়া যাবে BSNL সিম! হয়ে গেল চুক্তি
রাজনীতি খুঁজতে থামেনি বিজেপি
বেঙ্গালুরুর রাস্তাগুলির বেহাল অবস্থা নিয়ে কর্নেটাকে কংগ্রেস সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। সম্প্রতি শহরের রাস্তাগুলির বেহাল অবস্থা নিয়ে মুখ খুলে বিজেপির সে রাজ্যের সভাপতি বি বিজয়েন্দ্র জানিয়েছেন, চাপের মুখে শহরের অবকাঠামো মারা যাচ্ছে। সরকারের উদাসীনতার কারণেই বহু প্রতিভা আজ হারিয়ে গিয়েছে। একের পর এক বিনিয়োগ হাতছাড়া হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, কংগ্রেস সরকারের উদাসীন মনোভাব এবং অবহেলার কারণে শহরের অবস্থা দিন দিন রসাতলে যাচ্ছে! যদিও বিজয়েন্দ্রর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে কাঠগড়ায় তুলেছেন কিছু নেটিজেন। তাদের প্রশ্ন, স্থানীয় বিধায়ক হওয়ার পরও তিনি কেন সমস্যাটি সমাধান করছেন না? সে বিষয়ে অবশ্য মুখে কুলুপ বিজেপি নেতার।