মাধ্যমিক নিয়ে বড় আপডেট পর্ষদের! অনলাইনেই শুধরে নেওয়া যাবে রেজিস্ট্রেশনের ভুল

Published on:

Madhyamik Exam

প্রীতি পোদ্দার, কলকাতা: স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক (Madhyamik Exam)। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার জন্য মধ্যশিক্ষা পর্ষদ একাধিক ব্যবস্থা নিয়ে থাকে। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে করা হয় তার জন্য প্রতিবার নিয়মের পরিবর্তন হয়। পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকা, পরীক্ষার নিয়ম মেনে চলা এবং সঠিক উপায়ে উত্তরপত্র লেখা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল রেজিস্ট্রেশন প্রক্রিয়া, যা নিয়ে প্রতিবার একাধিক ব্যবস্থা নিয়ে থাকে পর্ষদ। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। ছাত্রছাত্রীদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে এক বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে সমস্যা

প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া নবম শ্রেণীতেই শুরু হয়ে যায়। আর এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় ছাত্রছাত্রীদের নাম, বাবা-মায়ের নাম এবং জন্মতারিখের মতো নানা গুরুত্বপূর্ণ তথ্য নথিভুক্ত করা হয়। তবে সেই প্রক্রিয়া খুবই সাবধানবশত করতে হয়। আগে, এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনো ভুল তথ্য জমা দেওয়া হলে, তা সংশোধনের বিশেষ কোনো সুযোগ থাকত না। ফলে অনেক ছাত্রছাত্রীকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ভুল তথ্য নিয়েই পরীক্ষায় বসতে হত। এমনকি এমনও পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে গত বছর মাধ্যমিক শুরুর মাত্র ২ দিন আগেও আদালতের নির্দেশে রীতিমতো জরিমানা দিয়ে পড়ুয়াদের রেজিস্ট্রেশনে ভুল সংশোধন করতে হয়েছে ১১৫ স্কুলকে। তাই সেই সমস্যা দূর করার জন্য পর্ষদের তরফ থেকে এক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।

আনা হচ্ছে অনলাইন পোর্টালের সুবিধা

চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুলগুলিকে রেজিস্ট্রেশনের ভুল সংশোধনের জন্য পাঁচবার সুযোগ দিয়েছিল। কিন্তু এই প্রক্রিয়াটিও বেশ সময়সাপেক্ষ এবং জটিল ছিল। তাই সব দিক বিবেচনা করে ছাত্রছাত্রীদের সুবিধার্থে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আগে থেকেই একটি সুসংগঠিত ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে এখন অনলাইন পোর্টালের মাধ্যমেই ছাত্রছাত্রীরা নিজেরাই নিজেদের তথ্যের ভুল-ত্রুটি খতিয়ে দেখে তা সংশোধনের জন্য আবেদন করতে পারবে বিনা ঝঞ্ঝাটে। এখন প্রশ্ন হল কীভাবে এই সংশোধন করবে ছাত্র ছাত্রীরা। আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

Madhyamik Exam

পোর্টালে সংশোধনের প্রক্রিয়া

কয়েকটি সহজ ধাপ অবলম্বন করলেই নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সঠিক ভাবে কাজে লাগাতে পারবে। তার জন্য প্রথমেই দরকার পোর্টাল অ্যাক্সেস। ছাত্রছাত্রীদের প্রথমে students.wbbsedata.com ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করে নিজেদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যগুলি খতিয়ে দেখতে পারবে। যদি কোনো ভুল থাকে, তাহলে সংশোধনের জন্য আবেদন করতে পারবে। এরপর ছাত্রছাত্রীর আবেদনটি সরাসরি তাদের নিজ নিজ স্কুলের ড্যাশবোর্ডে চলে যাবে। আবেদন অনুযায়ী সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রমাণপত্র সংগ্রহ করে নির্দিষ্ট ফি সহ পর্ষদের কাছে আবেদনটি জমা দেবে।

আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তর বিরুদ্ধে ১৪ দফা অভিযোগ! হতে পারে তদন্ত

কবে থেকে চালু হচ্ছে এই পোর্টাল?

মাধ্যমিক রেজিস্ট্রেশনের জন্য চালু করা অনলাইন পোর্টালটি গতকাল অর্থাৎ ১৮ সেপ্টেম্বর, ২০২৫ থেকে শুরু হয়ে গিয়েছে, যা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত খোলা থাকবে। তাই এই ৮ দিনের মধ্যেই ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশনের ভুল তথ্যগুলি সঠিক করে নিতে হবে। আশা করা যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের এই উদ্যোগ রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং নির্ভুল করে তুলতে পারবে, এবং মাধ্যমিক পরীক্ষার্থীরা আরও নিশ্চিন্তে তাদের পড়াশোনায় মনোনিবেশ করে একটি নির্ভুল রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে, যা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥