আমার মাধ্যমে সইদের কাছে শান্তির বার্তা পাঠান মনমোহন সিং! বিস্ফোরক ইয়াসিন মালিক

Published on:

Yasin Malik

সৌভিক মুখার্জী, কলকাতা: 26/11 এর মুম্বই হামলার রক্তাক্ত স্মৃতি এখনও সকল ভারতবাসীর মনে গেঁথে রয়েছে। তবে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং নাকি পাকিস্তানের সাথে শান্তির সম্পর্কই বজায় রাখতে চেয়েছিলেন। সম্প্রতি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইয়াসিন মালিক (Yasin Malik) দাবি করছেন, ইউপিএ সরকারের আমলে তাঁকে ব্যাকচ্যানেল আলোচনার দূত হিসেবেই ব্যবহার করা হত।

হ্যাঁ, তাঁকে দিয়েই নাকি পাকিস্তানে শান্তির বার্তা পাঠানো হত। এমনকি কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের সঙ্গেও আলোচনার মাধ্যমে শান্তির বার্তা দিতে চেয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। আর এর মূল মাধ্যম ছিল ইয়াসিন মালিক। তাঁর এই দাবি সামনে আসতেই গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়ছে তুমুল হইচই।

হলফনামায় স্বীকারোক্তি

সম্প্রতি দিল্লি হাইকোর্টে একটি হলফনামা জমা দিয়েছিলেন ইয়াসিন মালিক। সেখানে তিনি দাবি করছেন, 2006 সালে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর এক শীর্ষ আধিকারিকের নির্দেশে তিনি পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে সরাসরি জঙ্গি নেতা হাফিজ সইদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এমনকি ওই কুখ্যাত জঙ্গি নেতার হাতে ভারত সরকারের শান্তির বার্তা তিনি নিজেই পৌঁছে দিয়েছিলেন।

ইয়াসিন আরও দাবি করছেন যে, সেই বার্তা পাওয়ার পর হাফিজ সইদ পাকিস্তানের একাধিক জিহাদি নেতাকে ডেকে পাঠিয়েছিলেন এবং তাঁদের সামনে ভারত সরকারের শান্তি প্রতিষ্ঠার দাবিও তুলে ধরেন। তবে সবটাই ছিল চালাকি। কারণ কয়েক বছরের মধ্যেই 26/11 এর ভয়াবহ হামলা ঘটে, যার মূল চক্রান্ত ছিল স্বয়ং হাফিজ সইদ।

মনমোহন সিং-এর সঙ্গে বৈঠক

প্রসঙ্গত, ইয়াসিন দাবি করেছেন, ওই সফরের পর তাঁকে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ডেকেও পাঠিয়েছিলেন। আর সেখানে বৈঠকে উপস্থিত ছিলেন আইবির শীর্ষকর্তা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সেখানে মনমোহন সিং তাঁকে পাকিস্তানে গিয়ে আলোচনার জন্য এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টার জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ ‘ভারত আমার কাছের, মোদী আমার প্রিয় বন্ধু!’ শুল্কের মাঝেই সুর নরম করলেন ট্রাম্প

এদিকে ইয়াসিন মালিকের এই স্বীকারোক্তি প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় উঠে। কংগ্রেসের আমলের এই নীতি এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। বিরোধীরা ইতিমধ্যেই দাবি করছে, দেশের নিরাপত্তার সঙ্গে বড়সড় ফাঁকফোকর রাখা হয়েছিল ইউপিএ সরকারের আমলে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥