পুজোর মুখে দারুণ সুখবর, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর টাকা ছাড়ল নবান্ন

Published on:

amader para amader samadhan

সহেলি মিত্র, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan) নিয়ে সামনে এল বিরাট আপডেট। সামনেই রয়েছে দুর্গাপুজো। আর এই মহোৎসবের আগেই এই প্রকল্পে টাকা ছাড়তে শুরু করল নবান্ন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আগেই প্রতিটি বুথকে ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর এই কর্মসূচি চলতি বছরের নভেম্বর মাস অবধি চলবে বলে খবর। তারই মাঝে টাকা ছাড়ল নবান্ন।

‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর টাকা ছাড়ল নবান্ন

অর্থ দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন জেলার জন্য প্রায় ৮০ কোটি টাকা ছেড়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২৪ হাজারের কাছাকাছি শিবির হয়েছে। সেই শিবিরগুলি থেকে যে যে সমস্যা উঠে এসেছে, তার মধ্যে ১০ লক্ষ টাকার মধ্যে যা যা সমাধান করা যায়, তা চিহ্নিত করাও হয়ে গিয়েছে বেশ কিছু বুথে। তেমন বুথের জন্য জেলাভিত্তিক টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যে মোট বুথের সংখ্যা ৮০ হাজারের কিছু বেশি। ইতিমধ্যে এক চতুর্থাংশের বেশি বুথে শিবির হয়ে গিয়েছে। এ বার শুরু হল টাকা ছাড়া।

২ আগস্ট থেকে শুরু হয়েছে প্রকল্প

৮,০০০ কোটি টাকা তহবিল বরাদ্দের এই প্রকল্পটি ২রা আগস্ট চালু হয়েছে। ভাঙা জলের পাম্প, ছোট ছোট ভাঙা গ্রামীণ রাস্তা, অপ্রচলিত বিদ্যুতের খুঁটি এবং ভাঙা স্কুলের ছাদের মতো সমস্যাগুলির স্থানীয় পর্যায়ে সমাধান খুঁজে বের করার লক্ষ্যে কাজ করছে। প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে বলে খবর।

এর আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান, “এই প্রকল্পটি ছোট প্রোগ্রাম হতে পারে কিন্তু এর পরিধি বিশাল। এটি দেশের মধ্যে এই ধরণের প্রথম উদ্যোগ। জনগণকে প্রশাসনের কাছে পৌঁছানোর প্রয়োজন হবে না; বরং প্রশাসন জনগণের কাছে পৌঁছাবে। লক্ষ্য হল মাটির স্তরের মানুষের কথা শোনা।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥