এ বছর মহালয়ার দিন হবে সূর্যগ্রহণ, তর্পণ কখন করবেন? কী কী সরঞ্জাম লাগবে জানুন

Published on:

Mahalaya 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: শুরু হয়েছে মহালয়ার (Mahalaya 2025) কাউন্টডাউন। আর হাতে গোনা কয়েকটা দিন বাকি দেবীপক্ষের সূচনার। এই বিশেষ দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে করা হয় তর্পণ। তবে এ বছর মহালয়ার দিন আবার সূর্যগ্রহণ হচ্ছে। ফলে অনেকের মনেই প্রশ্ন থাকছে, গ্রহণের কারণে কি তর্পণের নিয়মে কোনওরকম পরিবর্তন হবে? চলুন দেখে নেওয়া যাক এ বছরের সূর্যগ্রহণের সময়সূচী তর্পণের জন্য প্রয়োজনীয় নিয়মবিধি।

সূর্যগ্রহণের সময়সূচী

এ বছর মহালয়া পড়ছে রবিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর। সেই দিন রাতেই হবে আংশিক সূর্যগ্রহণ। যদিও এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। গ্রহণ শুরু হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী রাত ১০:৫৯ মিনিটে, গ্রহণের চরম পর্যায়ে পৌঁছবে ২২ সেপ্টেম্বর রাত ১:২১ মিনিটে এবং গ্রহণ শেষ হবে ২২ সেপ্টেম্বর রাত ৩ঃ২৩ মিনিটে।

তর্পণের উপর কি কোনওরকম প্রভাব পড়বে?

জ্যোতিষশাস্ত্র বলছে, গ্রহণ চলাকালীন সময়ে ধর্মীয় আচরণ অনুষ্ঠান এড়িয়ে চলতে হয়। তবে বিশেষজ্ঞরা বলছে, এ বছর সূর্যগ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না, তাই মহালয়ার তর্পণের উপর কোনওরকম বদল আসবে না। যদি এই গ্রহণ ভারতের দৃশ্যমান হতো, তাহলে তর্পণের কাজ সূর্যগ্রহণের শুরুর করার আগেই সারতে হতো। গ্রহণ চলাকালীন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার কোনওরকম বিধি নেই।

তর্পণের জন্য প্রয়োজনীয় সামগ্রী

মহালয়া দিন প্রধানত গঙ্গায় গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে সকলে তর্পণ করে থাকেন। আর এতে তাঁরা সন্তুষ্ট হন এবং আশীর্বাদে প্রদান করেন। তর্পণের সময় যে সমস্ত সামগ্রী লাগে সেগুলি হল— তিল, জল, ধান, কুশ, কলা, সাদা ফুল, গঙ্গাজল, কালো মাশকলা, মুগ ডাল, ঘি, ক্ষীর, গরুর দুধ, যব, আখ। বিশ্বাস করা হয় যে, এই সমস্ত সামগ্রী দিয়ে যদি তর্পণ করা হয়, তাহলে পূর্বপুরুষরা খুবই খুশি হন এবং পরিবারের মঙ্গলের জন্য আশীর্বাদ প্রদান করেন।

আরও পড়ুনঃ আমার মাধ্যমে সইদের কাছে শান্তির বার্তা পাঠান মনমোহন সিং! বিস্ফোরক ইয়াসিন মালিক

তাই আবারও বলে রাখি, মহালয়া ২০২৫-এ সূর্যগ্রহণ থাকলেও যেহেতু ভারত থেকে গ্রহণ দৃশ্যমান হবে না, তাই তর্পণের নিয়মকানুনে সেরকম কোনও পরিবর্তন আসছে না। নির্দিষ্ট সময় মেনেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে জীবনের উপর সুপ্রভাত আসবে বলে বিশ্বাস করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥