খরচ ২৬২ কোটি! ১২.৬ একর জমিতে শুরু হল মমতার স্বপ্নের ‘দুর্গা অঙ্গন’ তৈরির কাজ

Published on:

Durga Angan

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তাইতো নির্বাচনের তাগিদে ইতিমধ্যে একাধিক প্রকল্পের সূচনা করে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, গত বারের থেকে বেশি আসন এবার ২৬ এর নির্বাচনে আনতে হবে। তাইতো সবদিকেই নজর রাখছে দলের কর্মীরা। এমতাবস্থায় খবরের শিরোনামে উঠে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুর্গা অঙ্গন (Durga Angan)। জানা গিয়েছে নিউ টাউনে ইকো পার্কের অদূরে রামকৃষ্ণ মিশনের জমির ঠিক পাশেই নাকি তৈরি হবে বাংলার এই আকর্ষণীয় মন্দির।

দুর্গা অঙ্গন নিয়ে বড় আপডেট হিডকোর

চলতি বছর, ২১ জুলাই শহীদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দুর্গা অঙ্গন’ তৈরির কথা ঘোষণা করেছিলেন। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরের মাসেই অর্থাৎ আগস্টে দ্বিতীয় সপ্তাহে রাজ্য মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে এর অনুমোদন দেয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ আগস্ট আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ বা হিডকো দরপত্র আহ্বান করে যেটা জমা দেওয়ার শেষ দিন ছিল ১১ সেপ্টেম্বর। এরপরেই শুরু হয়ে গিয়েছে কাজ। গত প্রায় এক সপ্তাহ ধরে মাটি ফেলে ১২.৬ একর জমিকে উঁচু করার কাজ শুরু হয়েছে। সময়সীমা দেওয়া হয়েছে ২ বছর। অর্থাৎ পরিকল্পনামাফিক কাজ চললে ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। এদিকে সরকারি নথি অনুযায়ী, ‘দুর্গা অঙ্গন’ তৈরির প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৬১ কোটি ৯৮ লক্ষ ৩০ হাজার ৩০৪ টাকা।

রাজনৈতিক অঙ্গনও সরগরম!

দুর্গা অঙ্গন নির্মাণের জমি হিসেবে নির্বাচিত করা হয়েছে নিউ টাউনের রামকৃষ্ণ মিশনের জমির একেবারে পাশে। জানা গিয়েছে তার সামনেই রয়েছে পাঁচতারা হোটেল যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির সর্বভারতীয় নেতারা পশ্চিমবঙ্গে কোনও কর্মসূচিতে এলে  সেখানে ওঠেন। তাই সেক্ষেত্রে একপ্রকার ইচ্ছে করেই শাসকদল তৃণমূল কংগ্রেস নিজের প্রকল্পের গুরত্ব বিরোধী দলের কাছে বাড়াতে এই অবস্থান নির্বাচন করেছে। এছাড়াও বিজেপি প্রায়শই অভিযোগ তোলে যে, রাজ্য সরকার সংখ্যালঘু তোষণের রাজনীতি করছে। তাই এবার হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করতেই এবং বিজেপির হিন্দুত্ব রাজনীতির জবাব দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ধর্মীয় প্রকল্পে জোর দিচ্ছেন। যদিও এই নিয়ে সরাসরি শাসকদলের তরফে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুন: মমতার ভাতৃবধূ কাজরীরর বিরুদ্ধে মামলাকারী প্রিন্সিপাল শ্রাবন্তীর নামে FIR

প্রসঙ্গত, চলতি বছর অক্ষয়তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘায় জগন্নাথধামের উদ্বোধন হয়েছিল। সেই সময়ও দিঘার জগন্নাথধাম নির্মাণের ক্ষেত্রেও মূল দায়িত্বে ছিল হিডকো। এবার পালা ‘দুর্গা অঙ্গন’-এর। সম্প্রতি হিডকোর চেয়ারম্যানও বদল করেছেন মমতা। আগে এর দায়িত্ব ছিল পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। কিন্তু গত ডিসেম্বরে রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্তে হিডকোর দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥