সৌভিক মুখার্জী, কলকাতা: আজ অর্থাৎ শুক্রবার সকালে হঠাৎ করে আতঙ্কে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার বারাইপুর (Baruipur School Fire)। সূত্র মারফৎ খবর, সাউথ গড়িয়ার যদুনাথ বিদ্যামন্দির স্কুলে হঠাৎ করেই দেখা যায় অগ্নিকাণ্ড, আর মুহূর্তের মধ্যে গোটা স্কুল ভবন ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরা ছোটাছুটি শুরু করে। যদিও সৌভাগ্যবশত এই ঘটনায় সেরকম কোনও হতাহতের খবর মেলেনি। তবে অগ্নিকাণ্ডের নেপথ্যে কী কারণ?
কীভাবে ঘটল এই অগ্নিকাণ্ড?
স্থানীয় এক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, সকাল বেলা স্কুল খোলার কিছুক্ষণের মধ্যেই শিক্ষকরা পোড়া কিছুর গন্ধ টের পান। কনফারেন্স রুমের দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে ঘন ধোঁয়া বেরোতে শুরু করে। এরপরই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি দমকলের খবর দেওয়া হয়। তারপর এক ঘন্টার আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের এক ইঞ্জিন।
আগুনে স্কুলের কনফারেন্স রুমের আসবাবপত্র সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে। তবে আগুন আরও বড় আকার ধারণ করার আগেই নিয়ন্ত্রণে চলে এসেছে। নাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হত ওই স্কুল।
আরও পড়ুনঃ ১৪ অক্টোবরের পর আর মিলবে না Windows 10-র আপডেট! জানাল Microsoft
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, কোনও শর্ট সার্কিট থেকেই হয়তো এই আগুনের সূত্রপাত। তবে সঠিক কারণ খুঁজে দেখার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছে, স্কুলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা আদৌ ছিল কিনা, অথবা থাকলেও তা সত্যি কার্যকর ছিল কিনা তা খতিয়ে দেখার দরকার। তবে সবথেকে বড় ব্যাপার, এই দুর্ঘটনায় কোনওরকম আহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা এও বলছে, স্কুল চলাকালীন ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকার সময় এই ঘটনা ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।