সহেলি মিত্র, কলকাতা: কলকাতার (Kolkata) হাসপাতালগুলোতে বাড়ছে শিশু ভর্তির সংখ্যা। এর কারণ এখন অনেকের মধ্যে RS Virus -এর সংক্রমণ বাড়ছে। বিগত কয়েকদিনে বহু শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে খবর। এহেন ঘটনায় চিন্তায় পড়েছেন শিশুদের বাবা মা থেকে শুরু করে চিকিৎসকরা। গত সপ্তাহে কলকাতায় তীব্র গলা ব্যথা এবং শরীরে ব্যথা সহ জ্বর নিয়ে অনেকে ভর্তি হচ্ছে। আর ভর্তি হওয়া রোগীদের মধ্যে বেশিরভাগ রয়েছে শিশু।
হাসপাতালে হু হু করে বাড়ছে শিশুদের সংখ্যা
ABP-র রিপোর্ট অনুযায়ী,, ১ মাসে পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে ৪১ জন শিশু ভর্তি হয়েছে। সকলেই RS ভাইরাস পজিটিভ। একই দৃশ্য ধরা পড়েছে শহরের বাকি হাসপাতালগুলিতেও। অনেকের ক্ষেত্রে, তিন-চার দিন পরে হালকা জ্বর শুরু হয়েছে। আবার উপরের শ্বাস নালীর সংক্রমণের কারণে গলা ব্যথা শুরু করেছে। এই রোগীদের বেশিরভাগই ইনফ্লুয়েঞ্জা বিতে আক্রান্ত। এক চিকিৎসক বলেন, “আমি অনেককেই দুর্বলতা এবং তীব্র গলা ব্যথা নিয়ে হাসপাতালে আসছেন। অনেকের আবার জ্বরও রয়েছে। হাসপাতালে ভর্তির জন্য লক্ষণগুলি যথেষ্ট তীব্র না হলেও, পাঁচ-সাত দিন ধরে এই সমস্যা হচ্ছে বলে রোগীরা জানাচ্ছেন। এসবের মধ্যে দীর্ঘস্থায়ী কাশি সহ গলা ব্যথা সবচেয়ে প্রধান লক্ষণ হয়ে দাঁড়িয়েছে।”
RS ভাইরাস বা রেসপিরেটরি সিনসিশিয়াল এখন সকলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বড়দেরও হচ্ছে। তবে এই ভাইরাস সবার আগে জাঁকিয়ে বসছে শিশুদের দেহে। চিকিৎসকরা জানাচ্ছেন, সদ্যোজাতদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আরও বেশি। তবে আক্রান্ত হতে পারেন ষাটোর্ধ্বরাও।
RS Virus এর উপসর্গ কী কী?
এই প্রসঙ্গে শিশুরোগ বিশেষজ্ঞ সহেলি দাশগুপ্ত জানাচ্ছেন, ‘এই রোগের উপসর্গের সঙ্গে মিল রয়েছে অন্যান্য ভাইরাসঘটিত রোগের। এই রোগে আক্রান্তদের জ্বর, শ্বাসকষ্ট, কাশি,খাওয়ায় অরুচির মতো নানান উপসর্গ দেখা দিচ্ছে।’ অপরদিকে শিশুরোগ বিশেষজ্ঞ সুমন পোদ্দার বলেন, সরকারি হাসপাতাল তো বটেই, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে পরীক্ষার পর শিশুদের মধ্যে ধরা পড়ছে এই রোগ। যেমন পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ-এ পরীক্ষায় গত ১ মাসে আর এস ভাইরাসে আক্রান্ত ৪১ জন শিশুর হদিশ মিলেছে।