আসানসোলে চুরি দুর্গা প্রতিমার ২ মূর্তি! ধৃতকে খুঁটিতে বেঁধে মার স্থানীয়দের

Published on:

Asansol

প্রীতি পোদ্দার, কলকাতা: সর্বনাশ! পুজোর আগেই কারখানা থেকে চুরি গেল মা দুর্গার দুটি মূর্তি! ঘটনাটি ঘটেছে আসানসোলের (Asansol) মহিশীলা কলোনির পালপাড়ায় মৃৎশিল্পী বাপী পালের কারখানায়। অভিযোগ পুজো কমিটিকে ডেলিভারি দেওয়ার আগের দিন মূর্তির কাঠামো থেকে উপড়ে নিয়ে যাওয়া হয়েছে দুটি দুর্গাপ্রতিমার মুখ। এদিকে চুরি যাওয়া ওই মুখ দুটি উদ্ধার হয়েছে আরও এক মৃৎশিল্পীর কারখানায়। চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে মার পরিযায়ী শ্রমিককে। চাঞ্চল্যকর পরিস্থিতি আসানসোলে।

দুর্গামূর্তির মুখমন্ডল চুরি!

স্থানীয় সূত্র অনুযায়ী, আজ অর্থাৎ শুক্রবার সকালে আসানসোলের মহিশীলা কলোনির পালপাড়ায় মৃৎশিল্পী বাপী পালের কারখানা থেকে সম্পূর্ণ তৈরি হওয়া দুটি প্রতিমা থেকে মা দুর্গার মুখ চুরি হয়ে যায়। তবে অক্ষত অবস্থায় রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এমনকী মহিষাসুরের মূর্তি। দুর্গা প্রতিমা ডেলিভারির আগে এহেন কাণ্ড জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। শুরু হয় মূর্তির খোঁজ। এরপরেই চুরি যাওয়া মুখ দুটি উদ্ধার হয় ওই এলাকার আরেক মৃৎশিল্পী ভৈরব পালের কারখানা থেকে। অভিযোগ তাঁর কারখানার পরিযায়ী শ্রমিক প্রীতম ঠাকুর এই ঘটনা ঘটিয়েছে।

মূর্তি নকল করে ছাঁচ বানানোর পরিকল্পনা!

এই ঘটনায় স্থানীয়রা তীব্র প্রতিবাদ জানাতে সকলে মিলে জটলা পাকায় মৃৎশিল্পী ভৈরব পালের কারখানায়। তাঁর দাবি, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। প্রীতম ঠাকুর নামের ওই পরিযায়ী শ্রমিক নাকি তাঁর কারখানায় দু’মাস ধরে কাজ করছে। তিনি ঝাড়খণ্ডের জসিডির বাসিন্দা। প্রীতমের চালচলন কিছুটা অস্বাভাবিক ধরণের। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন সে উধাও ছিল। ওই যে এই দুর্গামূর্তি চুরি করবে আশা করেননি। এদিকে বাপির দাবি, মৃৎশিল্পী ভৈরব পাল তাঁকে বিপাকে ফেলতে ডেলিভারি দেওয়ার আগের দিন ইচ্ছে করে মুখমন্ডল দুটি চুরি করিয়েছে ওই কারিগরকে দিয়ে। কারণ এই বিশেষ ধরণের দুর্গা প্রতিমার মুখমন্ডল এলাকায় আর কোনও মৃৎশিল্পীর কাছে নেই। নকল করে ছাঁচ বানিয়ে ফেলার পরিকল্পনা ছিল ওই মৃৎশিল্পীর।

আরও পড়ুন: সরকার করে না, গ্রামবাসীরাই চাঁদা তুলে করছিল ব্রিজ নির্মাণ! তাতেও বাধা, বিক্ষোভ খানাকুলে

ঘটনায় জড়িত পরিযায়ী শ্রমিক

এদিকে চুরির ঘটনার শাস্তিস্বরূপ ওই পরিযায়ী কারিগর প্রীতম ঠাকুরকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয় এবং মারধর করা হয়। পরিস্থিতি যখন ভয়ংকর আকার ধারণ করে তখন খবর পেয়ে ওই এলাকায় ছুটে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। অভিযুক্ত শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। জানা গিয়েছে, একাধিকবার জিজ্ঞাসাবাদের পর অবশেষে চুরির কথা স্বীকার করেছে ওই পরিযায়ী কারিগর। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥