সৌভিক মুখার্জী, কলকাতা: অ্যাপলের নতুন iPhone 17 সিরিজ বাজারে আসতেই চমক লেগেছে Apple স্টোরে। কোথাও ঠেলাঠেলি, কোথাও হাতাহাতির ঘটনাও ঘটছে। তবে এখন আর ঘণ্টার পর ঘণ্টা স্টোরে দাঁড়ানোর ঝামেলা পোহাতে হবে না। কারণ ফ্লিপকার্ট নিয়ে এসেছে বিরাট সুবিধা। এখন ঘরে বসে নিমিষেই হাতে পেয়ে যাবেন কাঙ্খিত iPhone 17। শুধু তাই নয়, বিগ বিলিয়ন ডেজ সেলের মাধ্যমে মিলবে মোটা অংকের ছাড়ও।
কবে থেকে শুরু হচ্ছে বিগ বিলিয়ন ডেজ সেল?
প্রসঙ্গত, ফ্লিপকার্টের সবথেকে বড় বার্ষিক সেল অর্থাৎ বিগ বিলিয়ন ডেজ 23 সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে। আর এই সেলের সঙ্গে যুক্ত হবে নতুন ফিচার ফ্লিপকার্ট মিনিট। এর মাধ্যমে দেশের মোট 19 টি শহরে 3000 টির বেশি পিন কোডে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে অর্ডার করা iPhone 17।
কোন কোন শহরে এই সুবিধা মিলবে?
প্রসঙ্গত, শুধু দিল্লি, মুম্বই বা কলকাতার মতো বড় বড় শহর নয়, বরং এবার টিয়ার-2 শহরগুলিতে এই দারুণ অফারের সুবিধা মিলবে। এর মধ্যে গুয়াহাটি, জয়পুর, লখনৌ, কানপুর, পাটনা সহ আরও বেশ কিছু শহর অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ছোট শহরের গ্রাহকরাও এবার দ্রুত ডেলিভারির সুবিধা উপভোগ করতে পারবে।
কোন কোন স্মার্টফোন এই তালিকায় আসছে?
প্রসঙ্গত iPhone 17 ছাড়াও ফ্লিপকার্ট মিনিট পরিষেবার মাধ্যমে আরও বেশ কিছু জনপ্রিয় স্মার্টফোন পাওয়া যাবে। এই তালিকায় রয়েছে—
- Apple iPhone 16 ও iPhone 16 Pro
- Samsung Galaxy S24 5G ও Galaxy S24 FE 5G
- Oppo K13X
- Realme P4 5G
- Poco F7
- Motorola Edge 60 Fusion 5G
- Nothing CMF Phone 2 Pro
- Vivo T4x 5G
শুধু তাই নয়, এবার মিলবে রিয়েল টাইম স্মার্টফোন এক্সচেঞ্জের সুবিধা। অর্থাৎ, পুরনো যেকোনও ফোন দিয়ে সাথে সাথেই নতুন ফোন হাতে নিতে পারবেন। ফলত এটি ভারতের প্রথম হাইপার-লকার প্ল্যাটফর্ম হতে চলেছে, যা মুহূর্তের মধ্যেই এক্সচেঞ্জের সুবিধা দেবে।
আরও পড়ুনঃ ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নয়া GST, গ্যাস সিলিন্ডারের দাম কী কমবে?
স্মার্টফোন ছাড়াও মিলবে একাধিক গ্যাজেট
প্রসঙ্গত, এই সেলের সময় দ্রুত ডেলিভারি শুধুমাত্র এবার ফোনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। মিনিটের মধ্যেই এবার হাতে চলে আসবে নানারকম ইলেকট্রিক গ্যাজেট ও পণ্য। সেই তালিকায় রয়েছে—
- Apple AirPods Pro (2nd Gen)
- boAt Aavante Bar 480
- Samsung Fit 3, Redmi Move
- Philips Multigroomer Trimmer
- Philips Hair Straightener
- Samsung Galaxy Book 4
- Fujifilm Instax Mini Film Rolls
- Logitech Wireless Mouse
- Apple iPad A16
- Ambrane MagSafe, Apple Charger