সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিরাট কামব্যাক করল আরএসএস ঘনিষ্ঠ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। আজ অর্থাৎ শুক্রবার ঘোষিত ফলাফলে (DUSU Result) ABVP মোট তিনটি আসনে জয় পেয়েছে। আর এর মধ্যে সভাপতি পদও রয়েছে। অন্যদিকে কংগ্রেসের ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া একমাত্র সহ-সভাপতি আসন দখল করতে পেরেছে।
ABVP প্রার্থীদের বিরাট জয়
জানা যাচ্ছে, সভাপতি পদে ABVP-র আর্যন মান 28,841 টি ভোট পেয়েছে, আর সহ-সভাপতি পদে ABVP-র গোবিন্দ তনওয়ার লড়াই করলেও হেরে গিয়েছেন। কিন্তু সম্পাদক পদে কুণাল চৌধুরী মোট 23,769 ভোট পেয়েছেন এবং যুগ্ম সম্পাদক পদে দীপিকা ঝাঁ 21,885 টি ভোট পেয়ে জয়ী হয়েছেন।
ভোট গণনার শুরু থেকেই ABVP প্রার্থীরা অনেকটাই এগিয়েছিল। জয়লাভ করার পর দীপিকা ঝাঁ বলেছেন, আমি বিহার থেকে এখানে এসেছিলাম। কঠোর পরিশ্রমও করেছি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র-ছাত্রী আমার সংগ্রামের দাম দিয়েছে। তাই আমি 4000 ভোটের ব্যবধানে জিততে পেরেছি। তাঁদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
🚨 DUSU Election Results 2025
ABVP Sweeps 3 Posts –
President: Aryan Maan (ABVP) – 24,913 votes
Secretary: Kunal Chaudhary (ABVP)
Joint Secretary: Deepika Jha (ABVP)NSUI manages 1 post –
Vice President: Rahul Yadav Jhansla (NSUI) – 29,339 votes, defeating ABVP’s Govind Tanwar… pic.twitter.com/E58IDKjYcS— The News Drill (@thenewsdrill) September 19, 2025
NSUI-র অবস্থা
অন্যদিকে, NSUI প্রার্থী রাহুল যাদব ঝানসলা সহ-সভাপতি পদে সবথেকে বেশি 29,339 ভোট পেয়ে জয়ী হয়েছেন। কিন্তু সভাপতি পদে জোসেলিন নন্দিতা চৌধুরী পেয়েছেন মাত্র 12,645 ভোট, সম্পাদক পদে কবির পেয়েছেন 16,177 টি ভোট এবং যুগ্ম সম্পাদক পদে লভকুশ ভাদানা পেয়েছেন 17,380 টি ভোট এবং তিনজনই পরাজিত হয়েছেন। প্রসঙ্গত, এবার NSUI আগেরবারের থেকে একটি পদে কম জিতেছে আর তারা সভাপতি পদটিকেও হারিয়ে ফেলেছে।
SFI-AISA কী অবস্থা?
অন্যদিকে বাম ঘরানার SFI-AISA জোট সেরকম কোনও সাফল্য পায়নি। সভাপতি পদে মোট 5385 টি ভোট পেয়েছে, সহ-সভাপতি পদে 4163 টি, সম্পাদক পদে 9535 টি এবং যুগ্ম সম্পাদক পদে পেয়েছে 8425 টি ভোট। এর পাশাপাশি এক NSUI বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীও সভাপতি পদে 5522 টি ভোট পেয়েছেন।
আরও পড়ুনঃ ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নয়া GST, গ্যাস সিলিন্ডারের দাম কী কমবে?
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এই ভোট গ্রহণ হয়েছিল। সেখানে উপস্থিত ছিল 39.45%। গতবার অর্থাৎ 2024 সালে NSUI সভাপতি এবং যুগ্ম সম্পাদক পদ দখল করে ফেলেছিল। আর তখন সভাপতি হয়েছিলেন রৌনক খত্রি, যুগ্ম সম্পাদক হয়েছিলেন লোকেশ চৌধুরী। অপরদিকে ABVP-র ভানু প্রতাপ সহ-সভাপতি এবং মিত্রবিন্দা করণওয়াল সম্পাদক পদে জয়লাভ করেছিলেন।