সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। জুবিন গর্গের মৃত্যু, বারুইপুরের স্কুলে অগ্নিকাণ্ড, চিংড়িঘাটা মেট্রো প্রকল্প, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন
১০) সেপ্টেম্বরের মধ্যেই হবে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের সমাধান
অবশেষে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের সমাধান মিলল। সম্প্রতি কলকাতা হাইকোর্টে রেল বিকাশ নিগম লিমিটেড জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের ট্রাফিক ব্লক থাকলে ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত কাজ শেষ করে দেওয়া হবে। বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস জানিয়েছেন, সমস্যা মিটে যাওয়ায় আদালত আর হস্তক্ষেপ করবে না। আগে ৩৬৬ মিটার কাজ আটকে ছিল। কিন্তু ৯ সেপ্টেম্বরের বৈঠকে তা সমাধান মেলে। নভেম্বরের সপ্তাহান্তে ট্রাফিক ব্লক করে অসমাপ্ত কাজ সম্পন্ন করারও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
৯) সরকার না দেওয়ায় গ্রামবাসীরাই চাঁদা তুলে করছিল ব্রিজ নির্মাণ
হুগলির খানাকুলের বালিপুরে সেতু নির্মাণকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। দীর্ঘদিন দাবি জানিয়ে প্রশাসন সাড়া দেয়নি। তাই গ্রামবাসীরা চাঁদা তুলে নিজেরাই সেতু তৈরির উদ্যোগ নিলেন। প্রথমে বিডিও অনুমতি দিলেও হঠাৎ করে প্রশাসন বাধা দিলে গ্রামবাসীরা ক্ষোভ জানিয়ে রাস্তা অবরোধ করেন। তিন ঘন্টা ধরে বিক্ষোভ চলতে থাকে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শেষে বিডিও লিখিত প্রতিশ্রুতি দেন যে, প্রশাসনই সেতু তৈরি করে দেবে। তবে গ্রামবাসীরা জানিয়েছে, প্রয়োজনে নিজেরাই তারা কাজ চালিয়ে নেবে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
৮) বারুইপুরের স্কুলে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ক্লাসরুম
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে যদুনাথ বিদ্যামন্দির স্কুলে শুক্রবার হঠাৎ করে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুল খোলার কিছুক্ষণের মধ্যেই কনফারেন্স রুম থেকে ধোঁয়া বেড়াতে থাকে। আতঙ্কে ছাত্র ও শিক্ষকরা ছোটাছুটি শুরু করে দেয়। দ্রুত দমকল এসে এক ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনে আগুন। আগুনে কনফারেন্স রুমের আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ সব সামগ্রী পুড়ে একেবারে ঝলসে যায়। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। সৌভাগ্যবশত কারোর কোনও হতাহতের খবর মেলেনি। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
৭) সার্জিকাল ছুরি-কাঁচি দিয়ে তিন টুকরো করা হয় ছাত্রীর দেহ! রামপুরহাট কাণ্ডে
বীরভূমের রামপুরহাটে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে খুন করার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। ২৮ আগস্ট থেকে নিখোঁজ থাকার পর ২০ দিন পর জঙ্গল থেকে তাঁর বস্তায় ভরা টুকরো টুকরো দেহ উদ্ধার করা হয়। অভিযুক্ত এক প্রাইভেট টিউটর এবং স্থানীয় স্কুল শিক্ষক মনোজ কুমার পাল। পুলিশ জানিয়েছে, শিক্ষক ওই ছাত্রীকে বারবার বিয়ের প্রস্তাব দেন। তবে রাজি না হওয়ায় ধর্ষণ করে খুন করে দেন। দেহ খণ্ড খণ্ড করতে সার্জিকাল ছুরি এবং কাঁচি ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
৬) গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ায় ‘না’ হাইকোর্টের
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া প্রায় ২৬ হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। তবে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হলে বিচারপতি অমৃত সিনহা আগেই স্থগিতাদেশ দিয়ে দেয়। মামলাকারীরা অভিযোগ করছে, দুর্নীতি করে চাকরি পাওয়া কর্মীদের কোনওভাবেই টাকা পাওয়া উচিত নয়। শুক্রবার হাইকোর্ট জানিয়েছে, ২০২৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত কোনও ভাতা দেওয়া হবে না। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
৫) ইয়াসিন মালিককে পাকিস্তানের জন্য শান্তির দূত হিসাবে ব্যবহার কোর্ট ইউপিএ সরকার
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইয়াসিন মালিক দাবি করছেন যে, ইউপিএ সরকার অর্থাৎ মনমোহন সিং এর আমলে তাঁকে পাকিস্তানের শান্তির দূত হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তিনি বলেছেন, ইন্টেলিজেন্স ব্যুরোর নির্দেশে তিনি ২০০৬ সালে পাকিস্তানে গিয়ে লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের কাছে ভারতের শান্তির বার্তা দিয়ে এসেছিলেন। এমনকি পরে মনমোহন সিং তাঁকে ধন্যবাদ জানান। তবে কয়েক বছরের মধ্যেই ২৬/১১ এর মুম্বাই হামলা ঘটে, যার মূল চক্রান্তকারী ছিলেন সেই হাফিজ সইদ। আর এই স্বীকারোক্তি প্রকাশ্যে আসতেই তুমুল হইচই পড়ে গিয়েছে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
৪) মমতার ভাতৃবধূ কাজরীর বিরুদ্ধে মামলাকারী প্রিন্সিপাল শ্রাবন্তীর নামে FIR
রানী বিড়লা গার্লস কলেজের প্রিন্সিপাল শ্রাবন্তী ভট্টাচার্যের বিরুদ্ধে এবার হেনস্তার অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয়েছে শেক্সপিয়ার সরণি থানায়। হিন্দি অধ্যাপক মন্টু দাস অভিযোগ করছেন যে, তিনি তপশিলি জাতিভুক্ত হলেও প্রিন্সিপাল তাঁর পরিচয় মানেননি, বরং ভুয়া বলে অপমান করেছেন এবং ছাত্র-ছাত্রীদের সামনেই তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ধরেছেন। আরও এক অধ্যাপক অনুপ কুমার জানা জাতীয় কমিশনে একই রকম অভিযোগ করেছেন। কিন্তু শ্রাবন্তী ভট্টাচার্য অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে আদালত কাজরী বন্দ্যোপাধ্যায়ের সভাপতি পদ নিয়েও প্রশ্ন তুলেছেন। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
৩) হরিদেবপুর গণধর্ষণে মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস গ্রেফতার
হরিদেবপুরে ২০ বছরের তরুণীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ উঠছে, প্রাক্তন প্রেমিক চন্দন মল্লিক জন্মদিনের পার্টির নাম করে তরুণীকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুর সঙ্গে ধর্ষণ করে। ঘটনায় প্রথমে চন্দনকে বর্ধমান থেকে গ্রেফতার করা হলেও দেবাংশকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ভোররাতে টালিগঞ্জ দেশপ্রিয় পার্ক রোড থেকে তাঁকে পুলিশ আটক করেছে। জানা যাচ্ছে, দেবাংশু ভূমি রাজস্ব দপ্তরের স্থায়ী কর্মী এবং তৃণমূল কর্মী হিসেবেও পরিচিত। আজ তাঁকে আদালতে তোলা হয়েছে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
২) পুজোর আগে হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল
দুর্গাপূজার মুখেই হাওড়া ডিভিশনে ভোগান্তি। পূর্ব রেলের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যান্ডেল-কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম, অম্বিকা কালনা, গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর টানা ৬ দিন প্রতিদিন তিন ঘন্টা করে ট্রাফিক ব্লক থাকবে। আর এর ফলে ট্রেন বাতিল করা হবে এবং কিছু নিয়ন্ত্রিত করা হবে। বিশেষ করে ট্রেন নম্বর ৩৭৭৪৯ এবং ৩৭৭৯৮ এই ছয়দিন বাতিল থাকবে। এর পাশাপাশি ট্রেন নম্বর ৩৭৯২৫ কাটোয়া-হাওড়া লোকাল কাটোয়া এবং ধাত্রীগ্রামের মধ্যে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
১) প্রয়াত জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ
প্রয়াত হলেন অসমের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ। সিঙ্গাপুরে শো করতে গিয়ে স্কুবা ডাইভিং-এর সময় হঠাৎ করে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ১৯৭২ সালে অসমের জোড়ঘাটে জন্মগ্রহণ করেছিলেন জুবিন। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আগ্রহ ছিল তাঁর। গায়ক, সুরকার, গীতিকার এবং অভিনেতা হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন। বলিউডের গ্যাংস্টার ছবির “ইয়া আলি খান” তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। বিভিন্ন ভাষায় গান গেয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন