শুরুতেই বেতন ৬৪,৮২০! পাঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ

Published on:

Punjab And Sind Bank Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা ব্যাঙ্কিং সেক্টরে কেরিয়ার গড়তে চান, তাদের জন্য দারুণ সংবাদ। সম্প্রতি পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাঙ্ক স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের (Punjab And Sind Bank Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে ক্রেডিট ম্যানেজার, এগ্রিকালচার ম্যানেজার ইত্যাদি পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে শূন্যপদের সংখ্যাও অনেক। অনলাইনে ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। সবথেকে বড় ব্যাপার, এখানে চাকরি পেলে শুরুতেই মোটা অংকের বেতন দেওয়া হবে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরা হল।

পদ এবং শূন্যপদের বিবরণ

ব্যাঙ্কের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এখানে ক্রেডিট ম্যানেজার এবং এগ্রিকালচার ম্যানেজার পদে নিয়োগ করা হবে, যেখানে মোট ১৯০ টি শূন্যপদ রয়েছে। জানা যাচ্ছে, ক্রেডিট ম্যানেজার পদে ১৩০ টি এবং এগ্রিকালচার ম্যানেজার পদে ৬০ টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

ক্রেডিট ম্যানেজার পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং নূন্যতম ৬০% নম্বর থাকতে হবে। পাশাপাশি CA, CMA, CFA, MBA ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবে। তবে ন্যূনতম তিন বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে।

এগ্রিকালচার ম্যানেজার পদে আবেদন করার জন্য Agriculture/Horticulture/Dairy/Animal Husbandry/Forestry/Veterinary Science/ বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে এবং নূন্যতম তিন বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা কত দরকার?

এখানে আবেদন করার জন্য নূন্যতম ২৩ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর বয়স চাওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

জানা যাচ্ছে, এই পদে চাকরি পেলে শুরুতেই ৬৪,৮২০ টাকা বেতন দেওয়া হবে এবং এই বেতন ৯৩,৯৬০ টাকা পর্যন্ত পৌঁছতে পারে।

নিয়োগ প্রক্রিয়া

চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, স্ক্রিনিং টেস্ট, ব্যক্তিগত সাক্ষাৎকার এবং মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। জানা যাচ্ছে, যোগ্যতা, অভিজ্ঞতা ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আবেদন পদ্ধতি

প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপ]গুলি অনুসরণ করুন—

  • প্রথমে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে (Click Here) ভিজিট করুন।
  • এবার নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • এরপর লগইন করে আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত, শিক্ষাগত ও অভিজ্ঞতার তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
  • তারপর আবেদন ফি জমা দিতে হবে।
  • তারপর ফর্ম সাবমিট করে প্রিন্ট আউট রেখে দিতে হবে।

উল্লেখ করার বিষয়, এখানে SC/ST/PwBD প্রার্থীদের আবেদন করার জন্য ১৬০ টাকা এবং General/EWS/OBC প্রার্থীদের আবেদন করার জন্য ৮৫০ টাকা করে ফি চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ DUSU নির্বাচনে ৩ আসনে কবজা ABVP-র, NSUI-র দখলে ১! শূন্য SFI-AISA

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে ১৯ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবশ্যই আবেদন সেরে নেবেন।

Punjab & Sind Bank Official Notification- Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥