অষ্টম পে কমিশনে মিলবে না হেলথ স্কিমের সুবিধা? কর্মীরদের জন্য খারাপ খবর

Published:

8th Pay Commission
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে এখন আলোচনার মূল বিষয় অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। জুলাই-ডিসেম্বরের মহার্ঘ ভাতা ঘোষণার অপেক্ষায় যেমন চিন্তা বাড়ছে, তার থেকেও বেশি আগ্রহ এখন এই কমিশনের সুপারিশ নিয়ে। জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার কমিশনের গঠন করার কথা ঘোষণা করলেও এখনও পর্যন্ত কমিটি বা কমিশনের বাস্তবায়ন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। ফলত কর্মীদের মধ্যে দিনের পর দিন বাড়ছে অনিশ্চয়তা।

কী কী বদল আসবে?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, নতুন বেতন কমিশনে বেতন কাঠামো ঠিক করা হবে ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতেই। তবে এখন আলোচনার চলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে। এতদিন সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের আওতায় চিকিৎসার সুবিধা মিলত। আর এবার তা বাতিল করে নতুন বীমা ভিত্তিক স্বাস্থ্য প্রকল্প চালু করার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার।

প্রসঙ্গত এটা প্রথমবার নয়, এর আগেও পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশন গঠনের সময় সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম পরিবর্তনের সুপারিশ করা হয়েছিল। যদিও এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে সেরকম কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে, এবার যদি পরিবর্তন হয় তাহলে আধুনিক প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য পরিষেবা চালু করা হতে পারে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য।

সপ্তম বেতন কমিশনে কী হয়েছিল?

উল্লেখ্য, এর আগে সপ্তম বেতন কমিশনের সময় সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে একাধিক পরিবর্তন আনা হয়েছিল। সেবার এই কার্ডকে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। পাশাপাশি কর্মচারীদের বেতনের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের অবদান কাটা হলে স্বয়ংক্রিয়ভাবে কার্ড তৈরি হওয়ার সুবিধা চালু করা হয়েছিল। এমনকি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আর আলাদা করে রেফারেন্সের দরকার পড়েনি। শুধু তাই নয়, চিকিৎসা পরিষেবার বয়সসীমা কমিয়ে 70 বছর করানো হয়েছিল। আর এই সমস্ত সংস্কারের ফলে কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের চিকিৎসা পাওয়া আরও সহজলভ্য হয়ে উঠেছিল।

আরও পড়ুনঃ পুজোর আগে বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে, ৪৯ হাজার কিউসেক জল ছাড়ল DVC

ফলত এখন কর্মচারীদের মনে একতাই প্রশ্ন, যদি সত্যিই এই সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম তুলে দেওয়া হয়, তাহলে নতুন বীমা ভিত্তিক স্কিম ঠিক কতটা কার্যকর হবে? কর্মচারীদের মধ্যে একটি বৃহৎ অংশ মনে করছে, দীর্ঘদিন ধরেই সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম তাঁদের নির্ভরযোগ্য ভরসা। তাই পরিবর্তন আসলেও পরিষেবার মান বজায় রাখতে হবে। এখন দেখার আগামী দিন কী হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join