বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা ফুটবল লিগের গত মরসুমের চ্যাম্পিয়ন হতে বাধা নেই ইস্টবেঙ্গলের। সদ্য কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য স্পষ্ট জানান, এর আগে জেলা আদালত ডায়মন্ড হারবারের আবেদনে যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছিল, তা বাতিল করা হচ্ছে। উচ্চ আদালত জানায়, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্তে বাধা দেওয়া চলবে না (Calcutta High Court On East Bengal)।
জেলা আদালতের নির্দেশ উড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট!
কলকাতা লিগের গত মরসুমের কথা। ডায়মন্ড হারবার এফসির অভিযোগ ছিল, ফেব্রুয়ারিতে একটানা বেশ কয়েকদিন কলকাতা ফুটবল লিগ, রিলায়েন্স ফাউন্ডেশন লিগ, আই লিগ টু এর মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট গুলিতে খেলার কারণে ফুটবলটা শারীরিকভাবে ফিট নন। তাই ডায়মন্ড হারবার চায় ইস্টবেঙ্গলের ম্যাচ পেছানো হোক। যদিও আইএফএ সেই দাবি মঞ্জুর করেনি। ডায়মন্ড হারবারের অভিযোগ, একেবারে অন্যায় ভাবে ইস্টবেঙ্গলকে গত মরসুমের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, অনুরোধে কাজ না হওয়ায় আলিপুর জেলা আদালতের দ্বারস্থ হয় অভিষেকের ক্লাব। আদালতে ডায়মন্ড হারবার জানিয়ে দেয়, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না। সেই মতোই, আদালতও তৃণমূল সাংসদের ক্লাবটির পক্ষে রায় দেয়। পরবর্তীতে আলিপুর আদালতের ওই সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় আইএফএ। এবার তা নিয়েই জেলা আদালতের নির্দেশ উড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের তরফে স্পষ্ট বলা হয়েছে, জেলা আদালত যথাযথ কারণ ছাড়াই অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করে, যা একেবারেই আইনসম্মত নয়।
অবশ্যই পড়ুন: ভারতের সাথে বড় প্রতিরক্ষা চুক্তি হতে পারে পাকিস্তান দরদী তুরস্কর শত্রু সাইপ্রাসের
প্রসঙ্গত, গত মরসুমের কলকাতা লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে চায়নি, ডায়মন্ড হারবার। ক্লাবটির তরফে স্পষ্ট বলা হয়, আই লিগ টুয়ের ম্যাচ আছে, তাই আইএফএ-কে ইস্টবেঙ্গল ম্যাচের দিন বদলাতে হবে। মূলত অনুরোধের স্বরেই এই আবেদন করেছিল অভিষেকের ক্লাব। তবে তা শোনেনি আইএফএ। এদিকে, ডায়মন্ড হারবার না খেলায় আগেই ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দেওয়া হয়েছিল। ফলে, লাল হলুদ 47 পয়েন্টে শেষ করায় তাদেরই চ্যাম্পিয়ন ঘোষণা করে দেয় আইএফএ। যা মানতে না পেরে কোর্ট কাছারি করে ডায়মন্ড হারবার। এবার সেই আইনি লড়াইয়েই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্ট। এ প্রসঙ্গে আইএফএ সচিব-অনির্বাণ দত্তর দাবি, আদালতের তরফে রায়ের প্রতিলিপি হাতে পেলেই সিদ্ধান্ত নেওয়া হবে।