বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের এ যাত্রায় ভারতের হয়ে এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সহ অধিনায়ক শুভমন গিল। পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচের পর শুক্রবার ওমানের ম্যাচেও ব্যর্থতার পরিধি বাড়িয়েছিলেন তিনি। তবে এদিন ভারতীয় তারকার সাজঘরে ফেরাটা চমকে দিয়েছিল সকলকে। ওমান বোলার শাহ ফয়সালের (Shah Faisal) একটি ইন সুইং ডেলিভারিতে ক্রস শট খেলতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে যান ভারতের তারকা ব্যাটসম্যান শুভমন। আর তারপরই ফয়সালকে নিয়ে নানান প্রশ্ন উঠে আসছে ভক্ত সমর্থকদের অন্দরে। আদতে কে এই শাহ ফয়সাল?
বলের ধরণ বুঝতে না পেরেই আউট হয়ে যান শুভমন!
বিগত ম্যাচগুলির পর ওমানের ম্যাচে হয়তো জ্বলে উঠতে পারেন শুভমন গিল, গতকাল এমনটাই আশা ছিল ভক্ত সমর্থকদের। তবে শুক্রবারও ভারতীয় সমর্থকদের হতাশ করলেন তিনি। এদিন ভারতের ইনিংস চলাকালীন দ্বিতীয় ওভারে ওমান বোলার ফয়সালের দুরন্ত বলে চালিয়ে খেলতে গিয়েই ক্লিন বোল্ড হয়ে যান শুভমন। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, আসলে ওমান বোলারের ইন সুইং ডেলিভারি বুঝতেই পারেননি গিল। মূলত সে কারণেই শট খেলতে গিয়ে আউট হতে হয়েছিল তাকে। যদিও সে প্রসঙ্গে মুখ খোলেননি ভারতীয় তারকা।
কে এই ফয়সাল?
শাহ ফয়সাল ওমানের একজন নবীন ক্রিকেটার। জাতীয় দলের হয়ে আজ পর্যন্ত খুব একটা বেশি ম্যাচ খেলেননি তিনি। তাঁর পুরনো পরিসংখ্যান খতিয়ে দেখে জানা গেল, এ পর্যন্ত ওমান দলের হয়ে মোট তিনটি ম্যাচে অংশ নিয়ে চারটি উইকেট তুলেছেন শাহ। শুক্রবার শাহ তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। বলা বাহুল্য, ওমানের হয়ে খেললেও ফয়সালের জন্ম কিন্তু পাকিস্তানে। হ্যাঁ, 1997 সালের 5 জানুয়ারি পাকিস্তানের পরিচিত শহর বান্নুতে জন্ম হয় তাঁর। এরপর ক্রিকেটের স্বার্থে চলে আসেন ওমানে। সেখানেই দীর্ঘ কাঠখড় পুড়িয়ে ওয়ামনের জাতীয় দলে সুযোগ পান তিনি। এবারের এশিয়া কাপ ফয়সালের কেরিয়ারে প্রথম।
অবশ্যই পড়ুন: কলকাতা লিগের গত মরসুমের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলই! হাইকোর্টে ধাক্কা খেলো ডায়মন্ড হারবার
প্রত্যাশিত জয় তুলে নেয় ভারত
শুক্রবার, শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ওমানকে 189 রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ভারতীয় দল। এদিন টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। তাঁর ব্যাট থেকে 45 বলে 56 রানের যোগদান পেয়েছিল ভারত। গতকাল ভারতের দেওয়া লক্ষ্য পূরণ করতে নেমে সাধ্যমত চেষ্টা করেছিল ওমানও। তবে, টিম ইন্ডিয়ার দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়িয়ে নির্ধারিত 20 ওভারে 189 রান করাটা ওমানের কাছে হয়ে উঠেছিল স্বপ্ন। যা শুক্রবার বাস্তব রূপ পায়নি। বলে রাখি, এদিন ভারতের হয়ে একটি করে উইকেট পেয়েছিলেন, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, হর্ষিত রানা ও কুলদীপ যাদব।