প্রীতি পোদ্দার, কলকাতা: গত মাসেই খবরের শিরোনামে উঠে এসেছিল ছাত্রী হত্যার ঘটনা। অভিযোগ প্রেমের সম্পর্ক ভেঙে বেরিয়ে আসায় কৃষ্ণনগরে ছাত্রী ঈশিতা মল্লিককে খুন করেছিল প্রেমিক দেশরাজ। রীতিমত ভর দুপুরে বাড়িতে ঢুকে বন্দুক দিয়ে ঈশিতার বাড়ি গিয়ে তাকে খুন করেছিল দেশরাজ। যদিও পড়ে পুলিশের জালে ধরা পরে সে। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এদিকে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নদিয়ার (Nadia) তাহেরপুরে।
ফের খুন নদীয়ায়!
রিপোর্ট অনুযায়ী নদিয়ার তাহেরপুর থানার বীরনগর ইছাপুর এলাকায় এক ভয়ংকর খুনের ঘটনা ঘটে। গতকাল, শুক্রবার সন্ধ্যায় টিউশন পড়তে গিয়েছিল দশম শ্রেণির ছাত্রী। কিন্তু রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। চিন্তায় পড়ে গোটা পরিবার। সঙ্গে সঙ্গে মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়েছিলেন পরিবারের লোকজন। শেষে গভীর রাতে এলাকারই একটি পুকুরপাড় থেকে ওই ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের একাংশ সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে খবর দেয় তাহেরপুর থানায় এবং পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মেয়ের মৃত্যুতে কার্যত ভেঙে পড়ে গোটা পরিবার।
গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে!
দশম শ্রেণীর ছাত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নামে পুলিশ। মৃতার পরিবারের অভিযোগ, স্থানীয় এক ১৯ বছরের তরুণ প্রসেনজিৎ মণ্ডল প্রেমের সম্পর্ক তৈরির জন্য অনেকদিন ধরেই একটি মেয়েকে বিরক্ত করছিল। এমনকি স্কুল, টিউশন যাওয়ার পথেও উত্যক্ত করা হত। কিন্তু সেই প্রেমের প্রস্তাবে সাড়া দেয়নি দশম শ্রেণির ওই ছাত্রী। আর তারই ফলস্বরূপ মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবার। রাতেই তাহেরপুর থানায় খুনের অভিযোগ দায়ের হলে ওই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে আজ, শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: MAKAUT বিশ্ববিদ্যালয় ৮৩৭ কোটি টাকার দুর্নীতি! মামলা হাইকোর্টে
প্রসঙ্গত, কৃষ্ণনগরে প্রেমিকা হত্যাকাণ্ডের ঘটনায় শুধু যে প্রেমিক দেশরাজ জড়িত ছিল তা নয়, এর সঙ্গে পুলিশের তদন্তের ভিত্তিতে জানা গিয়েছিল প্রেমিকের গোটা পরিবারও জড়িত ছিল। তার খুড়তুতো ভাই নীতিন প্রতাপ সিং এবং মামা কুলদীপ সিং এই ঘটনায় সাহায্য করেছিল দেশরাজকে। এমনিতেই উত্তরপ্রদেশে এর আগে দেশরাজ সিং-এর পরিবারের বিরুদ্ধে অপহরণ ও খুন-সহ একাধিক মামলা নথিভুক্ত হয়েছিল। তাই সেক্ষেত্রে বলা যায় দেশরাজের অপরাধ করার হাতেখড়ি হয়েছিল নিজের বাড়িতেই। এবার দেখার পালা তাহেরপুরে হত্যাকাণ্ডের ঘটনায় কী কী বিস্ফোরক তথ্য উঠে আসে।