প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই আরামবাগ (Arambagh) মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠে আসছে। রোগীরা দীর্ঘক্ষণ অ্যাম্বুল্যান্সে অপেক্ষা করে থাকলেও দেখা মেলে না ডাক্তারের। শুধু তাই নয় যন্ত্রণায় কোনো রোগী ছটফট করতে থাকলেও একটা স্ট্রেচার কিংবা হুইলচেয়্যারও জোটে না। আবার কেউ দু’দিন ধরে হাসপাতালে বেড পাননি। হাজারেরও বেশি অভিযোগ বারংবার উঠে আসে। কিন্তু চিকিৎসা ব্যবস্থার কোনও উন্নতি ঘটতে দেখা যায় না। সম্প্রতি সমাজমধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ফের চিকিৎসা ব্যবস্থার গাফিলতির ছবি ফুটে উঠেছে।
ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা রোগীর!
সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওর তথ্য অনুযায়ী জানা গিয়েছে, দুর্ঘটনায় একজন রোগীর পায়ে বিরাট ক্ষত তৈরি হয়েছে। এবং অনবরত রক্ত ঝরছে সেই জায়গা থেকে সেক্ষেত্রে দেখা পাওয়া যাচ্ছে না কোনও ডাক্তারের। আর তাই নিয়ে বিরাট বিক্ষোভ শুরু করেছে রোগীর পরিজনেরা। তাঁদের অভিযোগ দুপুর ১ টা ৫৮ মিনিটে রোগীকে হাসপাতালে নিয়ে আসা হলেও পাওয়া যাচ্ছিল না কোনও ডাক্তার। অপেক্ষা করতে হয় ২ ঘণ্টারও বেশি সময়। এমারজেন্সি বোর্ডের অন কলের ডাক্তারকে বারবার ফোন করা হলেও তিনি কোন সাড়া দিচ্ছিলেন না। শেষে ডাক্তার উপস্থিত হলে রোগীর পরিজনেরা চড়াও হয় তাঁর উপর।
আরও পড়ুন: কৃষ্ণনগরের ছায়া এবার তাহেরপুরে! প্রেমের প্রস্তাব না মানতেই নদিয়ায় কুপিয়ে খুন ছাত্রীকে
চিকিৎসা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন!
প্রসঙ্গত, আরামবাগ হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো এবং চিকিৎসকদের বেপরোয়া মনোভাব নিয়ে এর আগেও একাধিক বিক্ষোভ হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছিল এমার্জেন্সিতে অসংখ্য পেনশন থাকার সত্বেও ডাক্তারেরা সঠিক সময়ে ডিউটিতে আসেন না। এমনকি প্রাথমিক চিকিৎসা পরিকাঠামো নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। কয়েক মাস আগে হাসপাতালের এমন পরিস্থিতি দেখে চরম ক্ষুব্ধতা প্রকাশ করেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ ঠিকভাবে পালন করছে না হাসপাতাল কর্তৃপক্ষ।