প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর সেপ্টেম্বরে, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেয়েছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছিল। সেই সময় এই পাচার মামলাকে ঘিরে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছিল। এমতাবস্থায় রায়গঞ্জে (Raiganj) গরু পাচারের বড়সড় ছক বানচাল করল জেলা পুলিশ। স্করপিও ব্যবহার করে গরু চুরির অভিযোগ উঠেছ। যদিও তাদের পরিকল্পনা বানচাল করে দিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই দুষ্কৃতীকে।
স্করপিও করে গরু পাচার!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার, রায়গঞ্জ শহর থেকে রাস্তায় ঘুরে বেড়ানো গরুকে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি তুলে নেয় স্করপিও গাড়িতে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন ব্লকে পুলিশ কর্তাদের ইনফর্ম করে দেওয়া হয়, ভাইরাল ভিডিও মারফত নোট ডাউন করে রাখা হয় গাড়ির নম্বর, তারপরেই গাড়ির খোঁজে ময়দানে নামেন তাঁরা। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে সেই গরু পাচারকারী স্করপিও। ইতিমধ্যেই গোটা ঘটনায় শোরগোল পরে গিয়েছে এলাকা জুড়ে।
আরও পড়ুন: প্রবল বর্ষণে ভাঙল আলিপুরদুয়ার ব্রিজের একাংশ! অল্পের জন্য বাঁচল শ্রমিকদের
গ্রেফতার করা দুজনকে
পুলিশ সূত্রে জানা গিয়েছে দিন রাত বিভিন্ন এলাকায়, গাড়ি দাঁড় করিয়ে চেকাপ করা হচ্ছিল। সেই সময় চাকুলিয়া থানা এলাকার অন্তর্গত মাচড়া এলাকায় সন্দেহজনক একটি স্করপিওকে দাঁড়াতে বললে সেটি না দাঁড়িয়ে দ্রুত গতিতে চলতে থাকে। শেষে গাড়িটিকে ধাওয়া করে পুলিশ। এবং পাকড়াও করে গাড়ির চালক এবং সহযাত্রীকে। গাড়ি থেকে নামানো হয় একটি গরুকে।
তদন্তকারীদের অনুমান এই ঘটনায় জড়িত রয়েছে আরও অনেক ব্যক্তি। তাই তাদের খোঁজ নেওয়ার জন্য এবং ঘটনার বিস্তারিত তথ্য জানার জন্য জোরকদমে ধৃতদের চলছে জিজ্ঞাসাবাদ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক তথ্য উঠে আসতে চলেছে।