বিক্রম ব্যানার্জী, কলকাতা: বদলে গেল জইশ ই মহম্মদ-র নাম (Jaish-e-Mohammed)। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির নতুন নাম এখন আল মুরাবিতুন। আরবিতে যার অর্থ ইসলামের রক্ষক। সম্প্রতি পাকিস্তানের ইন্টেল সূত্র NDTV-কে এই তথ্য জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী, আসন্ন সপ্তাহে মাসুদ আজহারের ভাই ইউসুফ আজহারের স্মৃতিতে আয়োজিত বিদায় সভায় এই নাম ব্যবহার হবে।
কেন হঠাৎ নাম পরিবর্তনের প্রয়োজন হল জঙ্গি সংগঠনটির?
NDTV-র এক প্রতিবেদন অনুযায়ী, 2001 সালে ভারতীয় পার্লামেন্টে হামলার জন্য দায়ী এই জঙ্গি সংগঠনটি 26/11 মুম্বই হামলা এবং জম্মু ও কাশ্মীরের উরি ও পুলওয়ামায় সেনাবাহিনীর উপর হামলার সাথেও যুক্ত থাকার অভিযোগে জইশ ই মহম্মদ নামে তহবিল সংগ্রহ করতে পারছিল না। আসলে এই জঙ্গি সংগঠনটি পাকিস্তানে সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার কারণে, আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হয়ে পড়ছিল।
সূত্র বলছে, অপারেশন সিঁদুরে পাকিস্তানজুড়ে গুঁড়িয়ে যাওয়া বিভিন্ন আস্তানাগুলি পুনরায় নির্মাণ করতে আর্থিক তহবিল সংগ্রহের জন্য উঠে পড়ে লেগেছিল মাসুদ আজহারের সংগঠনটি। এদিকে জয়েশ ই মহম্মদ নামের সাথে এমনিতেই রক্তের দাগ জড়িয়ে, তাই নিজেদের সুবিধার্থে এবং আর্থিক তহবিল সংগ্রহ করতেই পুরো নাম বদলে ফেলল পাক জঙ্গি সংগঠনটি। তাছাড়াও এমন পদক্ষেপের নেপথ্যে আরও বেশকিছু শয়তানি লুকিয়ে থাকতে পারে বলেই মনে করছেন অভিজ্ঞ মহল।
বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী তহবিল পর্যবেক্ষণ সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের জুলাইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী, জইশ ই মহম্মদ সংগঠনের কর্মীরা বর্তমানে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করেন। বিশেষত ই ওয়ালেট এবং ইউপিআই এর মাধ্যমে সংগঠনটির আর্থিক লেনদেন চলে।
অবশ্যই পড়ুন: দূর হবে দিল্লির জল সংকট! পাকিস্তানের ভাগে যাওয়া জল পাবে উত্তর ভারতও
নতুন করে জঙ্গি ঘাঁটি তৈরি করছে জইশ
পহেলগাঁও জঙ্গি হামলার পরই গত 7 মে, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জোরালো হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেয়া হয় একের পর এক জঙ্গি ঘাঁটি। সেই তালিকায় ছিল জইশ ই মহম্মদের বাহাওয়ালপুরের সদর দপ্তর সহ একাধিক জঙ্গিঘাঁটি। মৃত্যু হয় শতাধিক সন্ত্রাসীর। শুধু তাই নয়, সম্প্রতি একটি ভিডিওতে জঙ্গি সংগঠনটির কমান্ডার মাসুদ ইলিয়াস স্বীকার করে নিয়েছেন যে, অপারেশন সিঁদুরে মাসুদ আজহারের গোটা পরিবার নিকেশ হয়ে গিয়েছে।
বেশ কয়েকটি রিপোর্ট বলছে, ভারতীয় সেনার আঘাতে গুঁড়িয়ে যাওয়া জঙ্গি সদর দপ্তর সহ অন্যান্য ঘাঁটিগুলি পুনরায় নতুন করে তৈরি করছে জইশ। শোনা যাচ্ছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আফগানিস্তান সীমান্তেও একটি নতুন জঙ্গি ঘাঁটি তৈরি করছে আজহারের এই সংগঠন। মাঝে এও জানা যায়, পাকিস্তান সরকারের তরফে বরাদ্দ বন্যার ত্রাণের অর্থ দিয়েই জঙ্গি আস্তানাগুলি পুনরায় নির্মাণ করছে সংগঠনটি।