সহেলি মিত্র, কলকাতাঃ জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে অবাক সকলে। তাঁর মৃত্যু সঙ্গীত দুনিয়ার ক্ষেত্রে যে এক অপূরণীয় ক্ষতি তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুক্রবার সিঙ্গাপুরে এক দুর্ঘটনায় প্রখ্যাত অসমীয়া গায়ক ও সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু হয়। স্কুবা ডাইভিং করার সময় তিনি দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকদের ৫২ বছর বয়সী শিল্পীকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনাটি তার পরিবারকে বিধ্বস্ত করেছে। জুবিন গর্গের স্ত্রী (Zubeen Garg Wife), গরিমা সাইকিয়া গর্গ (Garima Saikia Garg) গভীর শোকের মধ্যে রয়েছেন। তবে আপনি কি জুবিন গর্গের স্ত্রী সম্পর্কে কিছু জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি রইল আপনার জন্য।
জুবিন গর্গের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ কে?
বিখ্যাত গায়িকা-সুরকার জুবিন গর্গের স্ত্রীর নাম গরিমা সাইকিয়া গর্গ। জুবিন ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি গরিমাকে বিয়ে করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গরিমা পেশায় একজন পোশাক ডিজাইনার এবং চলচ্চিত্র প্রযোজকও। তিনি আসামের অনেক আঞ্চলিক চলচ্চিত্র প্রযোজনার ভূমিকা পালন করেছেন।
আরও পড়ুনঃ স্কুবা ডাইভিং নয়, এই কারণে মৃত্যু জুবিনের! স্ত্রী গরিমার দাবিতে নয়া তথ্য
সাইকিয়া গর্গ সিনেমাতেও নিজের অভিনয়ের জাদুতে সকলকে মোহিত করেছিলেন। তিনি “মিশন চায়না”, “কাঞ্চনজঙ্ঘা” এবং “শিকার” এর মতো ছবিতে কাজ করেছেন। পোশাক তৈরির ক্ষেত্রে তার দক্ষতা এবং বোধগম্যতা প্রায়শই প্রশংসা পায়। ডিজাইনিংয়ের পাশাপাশি, তিনি একজন প্রযোজক হিসেবেও কাজ করেছেন। জুবিন গার্গের স্ত্রী গরিমা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় । ইনস্টাগ্রামে তার ২,১১,০০০ ফলোয়ার রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি তার শ্রোতাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পান।
জুবিনের মৃত্যুতে শোকস্তব্ধ দেশ
এই দম্পতি প্রায়ই তাদের ব্যক্তিগত জীবনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। জুবিন গর্গ বলিউডের পাশাপাশি তামিল, তেলেগু, মারাঠি, কন্নড়, মালায়ালম, নেপালি এবং অন্যান্য ভাষায় গান গেয়েছেন। জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়েছে। জুবিন গর্গ এবং গরিমা গর্গের গৌতম গর্গ নামের পুত্র সন্তানও রয়েছে।