সৌভিক মুখার্জী, কলকাতা: ফের দুর্গাপুরে (Durgapur) রাজনৈতিক চাঞ্চল্য। পুরসভার এক নম্বর ওয়ার্ডের প্রভাবশালী তৃণমূল নেতা নিখিল নায়েকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাঁর নিজের বাগানবাড়ি থেকেই। আজ অর্থাৎ শনিবার দুপুরে ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে তুমুল চাঞ্চল্য।
কীভাবে উদ্ধার হল দেহ?
স্থানীয় এক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, নিখিল বাবুর কমলপুরে নিজস্ব বাগানবাড়ি রয়েছে। আর সেখানে সিঁড়ির নীচেই তাঁর ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পায় স্থানীয় মানুষজন। আশেপাশে আধ খাওয়া খাবারের থালাও পড়ে ছিল। আর এই দৃশ্য দেখে গ্রামবাসীরা প্রথম থেকেই সন্দেহ শুরু করেছে যে, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিতভাবেই খুন।
স্থানীয়রা দাবি করছে, নিখিলবাবুর হাঁটু মাটিতে ঠেকানো অবস্থাতেই ছিল। খাওয়ার মাঝেই হয়তো দুষ্কৃতীরা হামলা চালায় এবং তাঁকে খুন করে তাঁর দেহ ঝুলিয়ে দেওয়া হয়। উত্তেজিত জনতা দোষীর দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
আরও পড়ুনঃ মহালয়ার আগে কোনও মাতৃমূর্তি উদ্বোধন করি না! হাতিবাগানে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিরাট বাহিনী। বাগানবাড়ি সহ গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তদন্ত। এমনকি মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত স্পষ্ট উঠে আসেনি। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এটি আত্মহত্যার নাকি অন্য কোনও রহস্য তা খোঁজার জন্যই তদন্ত চলছে। এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এমনকি রাজনৈতিক মঞ্চেও দেখা যাচ্ছে চাপানউতোর।