মহালয়ার দিন দীর্ঘক্ষণ বন্ধ থাকবে SBI-র UPI পরিষেবা, সময় জানাল ব্যাঙ্ক

Published on:

SBI Upi

সহেলি মিত্র, কলকাতাঃ আপনারও কি ভারতীয় স্টেট ব্যাঙ্কে (SBI) অ্যাকাউন্ট আছে? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আগামীকাল রবিবার কিছুক্ষণের জন্য ব্যাঙ্কের এক পরিষেবা বন্ধ থাকবে। আর যার সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের ওপর। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন কোন পরিষেবা বন্ধ থাকবে? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

রবিবার বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের জানিয়েছে যে নির্ধারিত রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্সের কারণে SBI UPI পরিষেবাগুলি ২১ সেপ্টেম্বর, ২০২৫-এ সাময়িকভাবে স্থগিত করা হবে। এই সময়ে গ্রাহকরা ডিজিটাল লেনদেনে অসুবিধার সম্মুখীন হতে পারেন, তবে SBI নিশ্চিত করেছে যে গ্রাহকরা UPI Lite পরিষেবা ব্যবহার করে কোনও বাধা ছাড়াই তাদের লেনদেনের কাজ সেরে ফেলতে পারেন।

SBI এক্স হ্যান্ডেলে অফিসিয়াল নোটিশে জানিয়েছে যে UPI পরিষেবাগুলি ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে রাত ০০:১৫ টা থেকে রাত ১:০০ টা (IST) পর্যন্ত সাময়িকভাবে স্থগিত থাকবে। এটি মোট সময়কাল প্রায় ৪৫ মিনিট। এই সময়ের মধ্যে, গ্রাহকদের নির্ধারিত সময়ের আগে বা পরে সমস্ত বৃহৎ এবং গুরুত্বপূর্ণ UPI লেনদেনের পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয়েছে যাতে তারা কোনও অসুবিধার সম্মুখীন না হন। সমস্যার জন্য গ্রাহকদের কাছে ব্যাঙ্কের তরফে ক্ষমাও চাওয়া হয়েছে।

UPI Lite কি?

UPI Lite হল একটি আরও একটি ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম, যা মূলধারার UPI অ্যাপ্লিকেশনের একটি সহজ এবং দ্রুত বিকল্প হিসেবে ডিজাইন করা হয়েছে। এই পরিষেবা গ্রাহকদের ছোট, তাৎক্ষণিক অর্থপ্রদান করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, মুদিখানার বিল, পেট্রোল পাম্পের অর্থপ্রদান, অথবা ছোট অনলাইন লেনদেন UPI Lite এর মাধ্যমে নির্বিঘ্নে সম্পন্ন করা যেতে পারে। এসবিআই-এর মতে, UPI Lite ব্যবহার করার জন্য আলাদা কোনও অ্যাপ্লিকেশন বা নতুন রেজিস্ট্রির প্রয়োজন হয় না। এই ফিচারটি শক্তিশালী সুরক্ষা এবং এনক্রিপশনের সাথে কাজ করে এবং গ্রাহকরা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থপ্রদান করতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥