সৌভিক মুখার্জী, কলকাতা: আজ সকাল থেকেই উত্তপ্ত বেলেঘাটার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস ক্যাম্পাস (NUJS Beleghata Campus)। হ্যাঁ, সেখানকার উপাচার্যের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগকে ঘিরে পড়ুয়ারা বিক্ষোভে সামিল হয়েছে। দাবি একটাই, অবিলম্বেই তাঁকে পদত্যাগ করতে হবে।
উল্লেখ্য, এদিন বিশ্ববিদ্যালয়ে ছিল জেনারেল কাউন্সেলিং-এর মিটিং। সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন। সেই সভা চলাকালীন আচমকাই ছাত্রদের স্লোগান ও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিবেশ একেবারে উত্তপ্ত হয়ে ওঠে।
জোর স্লোগান পড়ুয়াদের
এদিন বিক্ষোভকারীরা উপাচার্যকেই সরাসরি ঘেরাও করেন আর চলতে থাকে স্লোগান— “এই ভিসি মানছি না, মানব না।” কেউ কেউ তো আবার মোবাইলের স্ক্রিনে বড় বড় হরফে লিখেও রাখেন যে, “Remove VC” এবং সেটাই আদালতের অংশ হিসেবে তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটোতেও চলতে দেখা যায় বিভিন্ন রকমের পোস্টার।
#NUJS students are protesting against their Vice Chancellor N.K. Chakrabarti, demanding his resignation for alleged impropriety.
Chakrabarti is being asked to step down over allegations of financial irregularities, and after a faculty member accused him of #harassment. pic.twitter.com/bytoprcPUi
— Live Law (@LiveLawIndia) September 20, 2025
আইনমন্ত্রীকেই আটকে দিল আন্দোলনকারীরা
প্রসঙ্গত আগেই বলেছি, এদিন এই বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং-এর মিটিং-এ উপস্থিত ছিলেন আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। তবে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ছেলের পিএইচডির ভর্তিতে কারচুপির অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁদেরকেই আটকে রেখে দিয়েছিল পড়ুয়ারা।
জানা যাচ্ছে, আন্দোলনরত পড়ুয়ারা অভিযোগ তুলেছিল, বর্তমানে ভিসির বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা রয়েছে। আর তার রেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে। সেই কারণেই তাঁকে বিশ্ববিদ্যালয়ে রাখা উচিত নয় বলেই দাবি তুলছে তাঁরা। তাঁরা বলছে, দুর্নীতি আর নৈতিকতার জন্য অবশ্যই উপাচার্যকে পদত্যাগ করতে হবে।
আরও পড়ুনঃ হাঁটু মাটিতে ছোঁয়া, পাশে আধ খাওয়া থালা! রহস্য মৃত্যু দুর্গাপুরের তৃণমূল নেতার
কিন্তু প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেনি কোনও পড়ুয়া। যদিও ক্যাম্পাসের ভেতর থেকেই স্পষ্ট উঠে আসছে যে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আস্থা আর বর্তমান উপাচার্যের উপরে কোনওভাবেই নেই। এখন NUJS যেহেতু কলকাতার সেরা আইন বিশ্ববিদ্যালয়, তাই সেখানে এরকম গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ রাজ্যের শিক্ষাঙ্গনেও ছড়িয়ে দিয়েছে চাঞ্চল্য। এখন সকালের নজর একটা দিকেই— ভিসি তাঁর পদে থাকবেন, নাকি ছাত্রদের দাবি মেনে পদত্যাগ করবেন।