সহেলি মিত্র, কলকাতাঃ দুদিন পরেই বিরাট সুখবর পেতে চলেছেন বাংলা সহ সমগ্র দেশের মানুষ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে জিএসটি হার (GST 2.0) হ্রাসের ফলে সারা দেশের মানুষ উপকৃত হবেন। GST 2.0-র ফলে বেশ কিছু জিনিসের দাম কমবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। তালিকায় রয়েছে বাংলার ১১টি পণ্যও। চলুন তাহলে জেনে নেবেন বিশদে।
দাম কমছে বাংলার ১১টি পণ্যের
কলকাতায় জিএসটি ২.০ আউটরিচ প্রোগ্রামে ভাষণ দিতে গিয়ে সীতারমন উল্লেখ করেন যে, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া সংস্কারগুলি সময়োপযোগী করা হয়েছে যাতে দুর্গাপুজোর আগে গ্রাহকরা উপকৃত হতে পারেন। নিশ্চয়ই ভাবছেন কোন কোন জিনিসের দাম কমবে? জানা গিয়েছে, শান্তিনিকেতনের চামড়াজাত পণ্যের উপর জিএসটি ৫ শতাংশে কমানো হয়েছে, অন্যদিকে বাঁকুড়ার পোড়ামাটির শিল্পেও এখন ৫ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে জিনিসগুলির ওপর নতুন হার কার্যকর হবে। এর ফলে এই পণ্যের চাহিদা বৃদ্ধি করবে বলে আশাবাদী অর্থমন্ত্রী।
এরইসঙ্গে মধুরকাটি ম্যাচ, পুরুলিয়া ছৌ মুখোশ এবং দিনাজপুরের কাঠের মুখোশের উপর করের হার ৫ শতাংশে কমানো হয়েছে। পশ্চিমবঙ্গের অন্যান্য পণ্যের ক্ষেত্রেও সুবিধা হবে মালদা থেকে প্রক্রিয়াজাত আম, দার্জিলিং চা এবং পাটের ব্যাগ – এই সব পণ্য এখন ৫ শতাংশের স্ল্যাবের আওতায় আসবে। সীতারমন বলেন, এর ফলে কৃষক, কারিগর এবং উৎপাদকরা উপকৃত হবেন, পণ্যগুলি আরও সাশ্রয়ী হবে এবং চাহিদা বৃদ্ধি পাবে। অর্থমন্ত্রী জানান, “এই হারগুলি এলোমেলোভাবে নির্ধারিত হয়নি বরং মধ্যবিত্ত, দরিদ্র এবং কৃষকদের সাহায্য করার লক্ষ্যে করা হয়েছে।”
বড় দাবি অর্থমন্ত্রীর
তিনি আরও বলেন, জিএসটি ২.০ সংস্কারগুলি এমএসএমই খাতকেও সমর্থন করবে, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে এবং আরও কর্মসংস্থান সৃষ্টি করবে। সীতারমন আরও বলেন, জিএসটি কাউন্সিল, একটি সাংবিধানিক সংস্থা, পশ্চিমবঙ্গ সহ বিরোধী-শাসিত রাজ্যগুলির স্বাস্থ্য প্রকল্পের জন্য স্ল্যাব কমানো এবং জিএসটি হার কমানোর বিষয়ে ঐকমত্য রয়েছে। “রাজ্যগুলি একত্রিত হয়ে প্রস্তাবে সম্মত হয়েছে। এমনকি আমি সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীদের কাছে ব্যক্তিগত চিঠিও লিখেছি,” তিনি বলেন।