হার মানল অভিষেকের ক্লাব! গত কলকাতা লিগের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ঘোষণা IFA-র

Published on:

East Bengal CFL Champion

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণায় বাধা দেওয়া চলবে না। শুক্রবার দুপুরে এমনটাই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের সেই রায়ের 24 ঘণ্টার মধ্যেই শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে গত কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়ন হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করল IFA (East Bengal CFL Champion)। রানারা-আপ হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার।

আদালতের তরফে রায়ের প্রতিলিপি পেতেই দেরি করেনি IFA

শুক্রবার হাইকোর্টের তরফে রায়দানের পরই IFA সচিব অনির্বাণ দত্ত জানিয়েছিলেন আদালতের রায়ের প্রতিলিপি না পাওয়া পর্যন্ত আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারছি না। সেই মতোই এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, গতকাল রাতে অর্ডার কপি হাতে পাই। তারপরই সিদ্ধান্ত নেওয়া হল, বিলম্ব না করে গত কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া দরকার। তাই তড়িঘড়ি শনিবার লিগ কমিটির বৈঠক ডাকা হয়। সেখানেই সিদ্ধান্ত হলো ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন এবং ডায়মন্ড হারবার এফসিকে রানার-আপ ঘোষনা করা হবে। যেমন ভাবা তেমনটাই কাজেও হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে IFA সচিব আরও বলেন, এখন আর ইস্টবেঙ্গলকে গতবারের চ্যাম্পিয়ন বলতে অসুবিধা নেই। পয়েন্ট তালিকা থেকে শুরু করে আদালতের বিচার সব ক্ষেত্রে নজর রেখেই এই সিদ্ধান্ত হয়েছে। আজই সংশ্লিষ্ট ক্লাবগুলোর কাছে চিঠি পাঠানো হবে। অনির্বাণের কথায়, IFA এর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা দূর করার দরকার ছিল। তাই সকলে মিলে সিদ্ধান্তে এসে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করলাম।

সবচেয়ে মজার বিষয়, আগামী সোমবারই ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে চলতি কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। বলা বাহুল্য, বিগত ম্যাচগুলি জিতে অপ্রতিরোধ্য থাকায় এই ম্যাচে ড্র করলেই লিগ জিতে যাবে লাল হলুদ। আর সেটা হলে মাত্র দুদিনের ব্যবধানে ফের কলকাতা লিগের চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ গ্রহণ করবে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব।

East Bengal CFL Champion

অবশ্যই পড়ুন: অরিজিৎ গাঁজা খায়, আমাকেও প্রস্তাব দিয়েছিল! সোমুকে নিয়ে বেফাঁস বলেছিলেন জুবিন গর্গ

উল্লেখ্য, গত বছর কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে রাজি হয়নি ডায়মন্ড হারবার। তাদের যুক্তি ছিল, একের পর এক টুর্নামেন্ট থাকায় প্লেয়াররা ক্লান্ত হয়ে পড়েছেন। তাছাড়া আই লিগ টুয়ের ম্যাচ থাকায় ইস্টবেঙ্গলের ম্যাচ খেলতে পারবে না তারা। এমন দাবি জানিয়েই IFA কে ম্যাচের দিন বদলের অনুরোধ করে ডায়মন্ড হারবার। যদিও সেই দাবি মানেনি IFA। ফলে, শেষ পর্যন্ত 47 পয়েন্টে ওয়াকওভার পেয়ে যায় ইস্টবেঙ্গল। আর এর পরই লাল হলুদকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেয় IFA। যদিও এতে আপত্তি ছিল ডায়মন্ড হারবারের। তাই আলিপুর জেলা আদালতে IFA এর সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে মামলা দায়ের করে তারা।

ডায়মন্ড হারবারের দাবি ছিল, ইস্টবেঙ্গলকে অন্যায় ভাবে চ্যাম্পিয়ন করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, তৃণমূল সাংসদদের ক্লাব ডায়মন্ড হারবারের সেই দাবি মেনে নিয়ে তাদের পক্ষে রায় দেয় জেলা আদালত। আর এর পরই জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্ট পিটিশন দাখিল করে IFA। শুক্রবার দুপুরে সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য জানান, জেলা আদালত কোনও কারণ ছাড়াই অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছে, যা একেবারেই আইনসম্মত নয়। ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্তে বাধা দেওয়া যাবে না। আদালতের এই রায়ের একদিন পূরণের আগেই বিচার পেল লাল হলুদ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥