বিক্রম ব্যানার্জী, কলকাতা: আনোয়ার আলি বিতর্কে এখনও সিদ্ধান্ত নেয়নি AIFF। তাই ফের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan On Anwar Ali)। প্রায় দেড় বছর ধরে আনোয়ারকে নিয়ে চলতি বিতর্কের নিষ্পত্তিতে বিলম্ব হওয়ায় ওই চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। পাশাপাশি, গত বছরের ট্রান্সফার সংক্রান্ত সেই বিতর্ক যাতে দ্রুত নিষ্পত্তি করা হয় তারই জোরালো দাবি রেখেছে সবুজ মেরুন।
চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছে মোহনবাগান
2024 সালের 10 আগস্ট ঘটে যাওয়া আনোয়ার আলির ট্রান্সফার সংক্রান্ত বিতর্ক দ্রুত নিষ্পত্তি করতে ফেডারেশনকে বারবার চিঠি দিয়েছে মোহনবাগান। কিন্তু তাতে কাজ না হওয়ায় আরও একবার AIFF-কে পুরনো কথা স্মরণ করালো গঙ্গা পাড়ের দল। বাগানের তরফে পাঠানো চিঠিতে কড়া ভাষায় জানানো হয়েছে, একাধিক শুনানির তারিখ ঠিক হলেও এখনও পর্যন্ত সিদ্ধান্ত আসেনি। তাদের ক্লাবের পরিকল্পনা এবং ফুটবলারদের ভবিষ্যৎ দুইই প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।
বাগানের মতে, আনোয়ার বিতর্কের নিষ্পত্তি না হওয়ায় দলের ফুটবলার এবং সমর্থকদের মধ্যে বেশ অস্থিরতা তৈরি হয়েছে। মূলত ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের উদ্দেশ্যে এই চিঠি পাঠিয়ে ফেডারেশনকে সুপ্রিম কোর্টে গৃহীত খসড়া সংবিধান সংক্রান্ত অগ্রগতির জন্য শুভেচ্ছা জানিয়েছে মোহনবাগান। সেই সাথেই যত দ্রুত সম্ভব আনোয়ারের ট্রান্সফার সংক্রান্ত বিতর্কের নিষ্পত্তি ঘটাতেও AIFF এর কাছে আবেদন জানিয়েছে তারা। আসলে মোহনবাগান চায়, যত দ্রুত সম্ভব নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে লিখিত আদেশ জারি করুক ফেডারেশন। তাতে সব পক্ষই সমস্যা থেকে মুক্তি পাবে।
🚨 Mohun Bagan Super Giant, in a letter addressed to the AIFF President, urged for a fair, transparent, and time-bound resolution of the long-pending Anwar Ali case to safeguard the credibility of Indian football.#AnwarAli #MohunBagan pic.twitter.com/f4ooEM5S6i
— RevSportz Global (@RevSportzGlobal) September 20, 2025
অবশ্যই পড়ুন: হার মানল অভিষেকের ক্লাব! গত কলকাতা লিগের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ঘোষণা IFA-র
উল্লেখ্য, 2024 সালের আগস্টে মোহনবাগানের সাথে চুক্তি ভেঙে 5 বছরের জন্য ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন আনোয়ার আলি। যদিও এর আগে ভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির থেকে নিজ দায়িত্বে নো অবজেকশন সার্টিফিকেট তুলেছিলেন এই ভারতীয় ফুটবলার। পরবর্তীতে তা নিয়েই লাল হলুদ এবং সবুজ মেরুনের মধ্যে দান বাঁধে বিতর্ক। মোহনবাগানের প্রশ্ন, আদৌ এই NOC জারির প্রক্রিয়াটি নিয়ম মেনে স্বচ্ছতার সাথে হয়েছে? সবুজ মেরুন মনে করে, নিয়ম-কানুন স্পষ্ট না থাকায় জটিলতা বাড়ছে। তাই বাগানের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব আনোয়ার বিতর্কের নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিক ফেডারেশন।