বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে ফের সৌরভ গাঙ্গুলি, বেশ কয়েকদিন ধরে এমন খবরই ঘোরাফেরা করেছে নানা মহলে। শুধু তাই নয়, সম্ভাব্য BCCI প্রেসিডেন্ট হিসেবে উঠে আসছিল প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের নামও। কিছুদিন আগে পর্যন্ত শোনা গিয়েছিল ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের প্রসঙ্গও। তবে এরা কেউই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছেন না। ক্রিকবাজের রিপোর্ট বলছে, প্রেসিডেন্ট হিসেবে এবার BCCI এর সিংহাসনে বসতে পারেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস (Mithun Manhas)।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় BCCI এর পদে বসতে চলেছেন মিঠুন!
রিপোর্ট যা বলছে তাতে, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে প্রাক্তন ক্রিকেটার মিঠুনের কোনও প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে নেই। শোনা যাচ্ছে, আজই বোর্ডের সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন তিনি। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করায় মনে করা হচ্ছিল হয়তো সৌরভ বা পাঞ্জাবি ক্রিকেটার হরভজনকে সভাপতি পদে বসানো হতে পারে। তবে তেমনটা যে হচ্ছে না তা বুঝে গিয়েছেন অনেকেই।
সূত্রের খবর, নিজে ক্রিকেটের সাথে সক্রিয়ভাবে যুক্ত না থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ডে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রভাব রয়েছে। ছেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দায়িত্বে রয়েছেন তিনি। শোনা গিয়েছিল, সেই অমিত শাহ, জয় শাহদের বাড়িতেই নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি নাম নিয়ে বৈঠক হয়। আর সেখানেই কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছিল মিঠুনের নাম। আপাতত যা খবর, কোনওরকম প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় BCCI এর সিংহাসন পেয়ে যাবেন মিঠুন!
কে এই মিঠুন মানহাস?
ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে না নামলেও ঘরোয়া ক্রিকেটে মিঠুনকে সবাই এক নামে চেনেন। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি চুটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন এই প্রাক্তন ক্রিকেটার। বলা বাহুল্য, ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে মাঠে নামতেন তিনি। টানা 2 বছর জম্মু ও কাশ্মীরের হয়েও খেলেছেন মিঠুন। তাছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ডেয়ারডেভিল, পুনে ওয়ারিয়র, চেন্নাই সুপার কিংসের মতো দলে নিজের ছাপ রেখেছিলেন তিনি।
অবশ্যই পড়ুন: আনোয়ার আলি বিতর্কে ফের ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান
জানা যায়, একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি দক্ষ সংগঠক হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন মিঠুন। দীর্ঘদিন জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে প্রশাসনিক দায়িত্বে যুক্ত তিনি। এছাড়াও BCCI এর AGM এ রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। মিঠুনের দ্বৈত অভিজ্ঞতা তাকে ক্রিকেটের মাঠে এবং প্রশাসনিক ক্ষেত্রে আরও আদর্শ ব্যক্তিতে রূপান্তরিত করেছে। অনেকেই হয়তো জানেন না, দিলীপ ট্রফির জন্য নর্থ জোনের কনভেনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন মিঠুন।
খোঁজ নিয়ে জানা গেল, বর্তমানে মিঠুন জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তবে দুঃখের বিষয়, নিজের ক্রিকেট দক্ষতা দেখিয়ে জাতীয় দলে জায়গা করতে পারেননি তিনি। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর দাপট ছিল চোখে পড়ার মতো। বলে রাখি, অবসরের আগে পর্যন্ত 157টি প্রথম শ্রেণীর ম্যাচে অংশ নিয়ে 9,714 রান করেছেন মিঠুন। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের অভিজ্ঞতা, নেতৃত্ব দেওয়ার গুণ এবং ক্রিকেট প্রশাসনের দক্ষতার বৈশিষ্ট্যকে ভিত্তি করে তাঁকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের আসনে যোগ্য বলে মনে করা হচ্ছে। বলে দিই, ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সভা 28 সেপ্টেম্বর, সেদিনই হবে সভাপতি নির্বাচন। তার আগে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আজ অর্থাৎ রবিবার।