আর চিন্তা নেই! সম্পূর্ণ বিনামূল্যে দেখুন আজকের ভারত-পাক ম্যাচ, রইল উপায়

Published on:

India Vs Pakistan Live Streaming Asia Cup 2025 check out

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি এশিয়া কাপে অপ্রতিরোধ্য ভারত। সূর্যকুমার যাদবদের রুখবে কার সাধ্যি! গত রবিবার ভারতকে গো হারা হারানোর দিবা স্বপ্ন দেখেছিল পাকিস্তান। সেটাই বুমেরাং হয়ে নিজেদের দিকে ঘুরে গিয়েছে। এমনিতেও তাতেই অভ্যস্ত পাক দল। তবে আজ, আরও একটা রবিবার মহালয়ার দিন, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের মঞ্চে মুখোমুখি হবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী। এ ম্যাচে যে উত্তেজনা বিরাজ করবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে দেখবেন ভারত বনাম পাক হাই ভোল্টেজ মহারণ (India Vs Pakistan Live Streaming)?

কখন শুরু হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ?

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, রবিবার, ভারতীয় সময় রাত 8টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ। এই আসরের জন্যই একেবারে হাপিত্যেশ করে বসে রয়েছেন সমর্থকরা। অন্যদিকে, গত ম্যাচে জয়ের পর ভারতীয় দল হাত না মেলনোয়, বেজায় অসম্মানিত হয়েছিলেন সলমান আলি আঘারা। তাই আজ টিম ইন্ডিয়াকে হারিয়ে সেই জ্বালা নিবারণের স্বপ্ন দেখছে পাকিস্তানিরা। এখন দেখার, রবির রাতে কার ভাগ্যে ঘোরে জয়ের পাল্লা।

কীভাবে একেবারে বিনামূল্যে দেখবেন ভারত বনাম পাক ম্যাচ?

এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব রয়েছে সনি নেটওয়ার্কের হাতে। কাজেই, এশিয়ার এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের যেকোনও ম্যাচ লাইভ সম্প্রচারিত হচ্ছে সনি স্পোর্টস টিভি চ্যানেল এবং সনি লিভ অ্যাপে। এছাড়াও ফ্যানকোড সহ বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম এশিয়া কাপের ম্যাচগুলি সম্প্রচার করছে। সেজন্য অবশ্য অর্থ খরচ করতে হবে ভক্তদের। কিন্তু যদি বিনামূল্যে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে হয় সেক্ষেত্রে ভরসা ডিডি স্পোর্টস টিভি চ্যানেল। এখানেই একেবারে নিখরচায় দুই চির প্রতিদ্বন্দ্বীর মহারণ উপভোগ করতে পারবেন দর্শকরা। News 24 এর রিপোর্ট অনুযায়ী, গত ভারত বনাম ওমান ম্যাচের মতোই আজকের ভারত-পাকিস্তান ম্যাচও সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে Sony Liv অ্যাপে।

অবশ্যই পড়ুন: সুযোগ পাননি টিম ইন্ডিয়ায়, তিনিই নাকি হবেন BCCI প্রেসিডেন্ট! কে এই মিঠুন মানহাস?

উল্লেখ্য, গত রবিবার, টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সলমান আলি আঘা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, সেখানেই অর্ধেক ম্যাচ হেরে গিয়েছিল পাকিস্তান। এদিন ভারতীয় বোলিং আক্রমণের সামনে একেবারে কোনঠাসা হয়ে পড়েছিলেন পাক ব্যাটসম্যানরা। যদিও শেষ পর্যন্ত শাহিন আফ্রিদির সহযোগিতায় 128 রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের সাথে ছেলেখেলা করে 7 উইকেটে ম্যাচ পকেটে পুরে নেয় সূর্য বাহিনী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥