মানা হয়নি দাবি, দলীয় পদ থেকে ইস্তফা উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়কের

Published on:

Samir Panja

সৌভিক মুখার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের মুখেই বিরাট ধাক্কা খেল হাওড়ার গ্রামীণ তৃণমূল কংগ্রেস। ব্লক কমিটি ঘোষণা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা (Samir Panja)। আচমকা তাঁর এই ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

রিপোর্ট মারফৎ খবর, ইতিমধ্যে নিজের পদত্যাগপত্র দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সীর কাছে তিনি পাঠিয়ে দিয়েছেন। তিনি দাবি করছেন, দীর্ঘদিন ধরেই জেলার সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্বের পরিবর্তনের কথা তিনি তুলে ধরেছিলেন তিনি। বিশেষ করে আমতা, উলুবেড়িয়া উত্তর ও সাঁকরাইল কেন্দ্রের সভাপতির পরিবর্তন চেয়েছিলেন তিনি। তবে তা মানা হয়নি।

কী বললেন সমীর পাঁজা?

এদিন ইস্তফাপত্রে সমীর পাঁজা জানিয়েছেন, আমি তিনটি কেন্দ্রের সভাপতি বদল করার কথা বলেছিলাম। নেতৃত্ববর্গ প্রথমে আমাদের সঙ্গে বৈঠক করার আশা দিলেও পরে সেরকম কোনও আলোচনা হয়নি। আমি একাধিকবার সুব্রত বক্সীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তবে তাঁকে ফোনে পাইনি। আমাদের নিয়ে বৈঠক হওয়ার আগেই হঠাৎ করে জেলা কমিটি ঘোষণা করে দেওয়া হয়েছে, যেখানে আমি পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলাম। আর এই ঘটনার প্রতিবাদেই আমি জেলা কমিটির চেয়ারম্যানদের পদ থেকে পদত্যাগ করছি।

আরও পড়ুনঃ একাদশ-দ্বাদশ নিয়োগের উত্তরপত্র প্রকাশ, কীভাবে দেখবেন? SSC রেজাল্ট কবে?

ভোটের আগেই বিরাট ধাক্কা

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে, ভোটের ঠিক আগে এরকম সিদ্ধান্ত যে জেলার তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদিন ধরে সংগঠনের সক্রিয় নেতা হিসেবে তিনি দায়িত্ব সামলে এসেছেন। যদিও তাঁর পদত্যাগের বিষয়ে এখনও জেলার তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে কিছু মুখ খোলেনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥