বিক্রম ব্যানার্জী, কলকাতা: নেপালের চিত্র এবার ধরা পড়ল লাতিন আমেরিকার দেশ পেরুতেও। সে দেশেও সরকারের দুর্নীতির বিরুদ্ধে পথে নামল যুব সমাজ। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সরকার বিরোধী বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা টিয়ার গ্যাস ছোড়ে পুলিশও। সব মিলিয়ে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে পেরু (Protests In Peru)।
ঠিক কোন কারণে পথে নামল পেরুর জনগণ?
ANI এর রিপোর্ট বলছে, পেরুতে ক্রমশ বেড়ে চলা সামাজিক অস্থিরতা, সংঘটিত অপরাধ, সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিক্ষোভে পা বাড়িয়েছেন পেরুর জনগণ। এ প্রসঙ্গে এক বিক্ষোভকারী জানান, আজকাল পেরুতে গণতন্ত্রের কোনও জায়গা নেই। দেশজুড়ে চলছে চাঁদাবাজি। দুর্নীতিতে ছেয়ে গেছে গোটা পেরু।
🚨BREAKING: Peru: In the Cercado de Lima, clashes are being recorded between protesters from youth movements and the police. A large number of police officers, equipped with fire extinguishers, are guarding Plaza San Martín. pic.twitter.com/hsc0mBZkw7
— World Source News 24/7 (@Worldsource24) September 21, 2025
জানা যাচ্ছে, পুলিশি নিরাপত্তার মধ্যেও অন্তত 500 জন বিক্ষোভকারী পেরুর রাজধানীর লিমায় ঢুকে পড়েন। তাদের বক্তব্য, কংগ্রেসের কোনও গ্রহণ যোগ্যতা নেই, তারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এদিন আন্দোলনকারীরা লিমার প্রেসিডেন্ট ভবন এবং কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বিরাট আকার নেয়।
বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে আহত 3 পুলিশ কর্মী
স্থানীয় রেডিও স্টেশন এক্সিতোসা জানিয়েছে, বিক্ষোভকারীরা লিমায় ঢুকে রাষ্ট্রপতি ভবন এবং কংগ্রেস ভবনের দিকে এগিয়ে যেতে থাকেন। ঠিক সেই সময় তাদের বাধা দেয় বিরাট পুলিশ বাহিনী। এরপর পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটবৃষ্টি শুরু করেন বিক্ষোভকারীরা। পুলিশও টিয়ার গ্যাস ছুঁড়তে থাকে। এভাবেই লিমার রাজপথে নিরাপত্তা রক্ষী এবং আন্দোলনকারীদের সংঘর্ষ চরম আকার নেয়। পুলিশ সূত্রে খবর, বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে ইতিমধ্যেই 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। শুধু তাই নয়, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর।
অবশ্যই পড়ুন: সুযোগ পাননি টিম ইন্ডিয়ায়, তিনিই নাকি হবেন BCCI প্রেসিডেন্ট! কে এই মিঠুন মানহাস?
প্রসঙ্গত, সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতি সহ অন্যান্য সিদ্ধান্তগুলিকে সামনে রেখে জনরোষ কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের। আপাতত যা খবর, আগামী বছরই প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে। আর তার আগেই দুর্নীতির প্রতিবাদে জনতার বিক্ষোভ আগামী দিনে পেরুতে নেপালের মতো পরিস্থিতি তৈরি করতে পারে এমন আশঙ্কাতেই প্রহর গুনছে দেশটির ক্ষমতাসীন সরকার।