সৌভিক মুখার্জী, কলকাতা: আধার কার্ড (Aadhaar Card) এখন শুধুমাত্র পরিচয়পত্র নয়, বরং নিত্যদিনের জীবনের অপরিহার্য অংশ বলা যায়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে স্কুলে ভর্তি কিংবা অন্য যেকোনও কাজ, সব ক্ষেত্রেই এখন আধার কার্ডের প্রয়োজন। আর এই আধার কার্ড নিয়ে এবার বিরাট সিদ্ধান্তের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার।
নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে শিশু এবং কিশোরদের বায়োমেট্রিক আপডেট বা নতুন রেজিস্ট্রেশন করতে আর কোনওরকম টাকা দিতে হবে না। আগে এই কাজ করতে গেলে ৫০ টাকা করে চার্জ দিতে হতো।
কোন বয়সে বিনামূল্যে পাওয়া যাবে বায়োমেট্রিকের সুবিধা?
প্রথমত, ৫ থেকে ৭ বছর বয়স অর্থাৎ এই সময় শিশুদের প্রথমবার বায়োমেট্রিক আপডেট করতে হয়। আর এবার তা সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। দ্বিতীয়ত ১৫ থেকে ১৭ বছর বয়সে দ্বিতীয়বার বায়োমেট্রিক আপডেট করা হয়। সেক্ষেত্রেও এবার থেকে কোনওরকম খরচ করা লাগবে না। অর্থাৎ, আধার কার্ডের এই দুইটি গুরুত্বপূর্ণ ধাপে বায়োমেট্রিক আপডেট এবার সম্পূর্ণ ফ্রিতে করা হবে।
Aadhaar new enrolment and mandatory biometric updates for children between the age of 5–7 years & 15–17 years are free of cost.#Aadhaar #AadhaarEnrolment #AadhaarUpdate #MBU pic.twitter.com/BB42m3dSQf
— Aadhaar (@UIDAI) September 21, 2025
অন্যদের ক্ষেত্রে তাহলে কী হবে?
যদি ১৮ বছরের বেশি বয়স হয় বা অন্য কোনও কারণে বায়োমেট্রিক আপডেট করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট পরিমাণে ফি দিয়ে আপডেট করতে হবে। বর্তমানে এই ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে কিছু কিছু ক্ষেত্রে সার্ভিস চার্জ যুক্ত হতে পারে।
তবে এক্ষেত্রে এও জানিয়ে রাখি, আধার আপডেটের জন্য সব সময় সরকারি অনুমোদিত আধার সেন্টারে যেতে হবে। আর আধার সেন্টারে যাওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় নথিপত্রগুলিকে সঙ্গে রাখতে হবে। যদি কোথাও নিয়ম বহির্ভূত ভাবে টাকা দাবি করা হয়, তাহলে অবশ্যই myAadhaar পোর্টালে অভিযোগ জানাতে পারেন।
আরও পড়ুনঃ টাটার হাত ধরে বিদেশের মাটিতে ভারতের প্রথম অস্ত্র কারখানা
উল্লেখ্য, শিশুদের বায়োমেট্রিক সময় সঙ্গে সঙ্গে বদলায়। তাই তাদের জন্য নির্দিষ্ট বয়সেই আপডেট করে নেওয়া বুদ্ধিমানের কাজ। আগে এই আপডেটের জন্য অভিভাবকদের অতিরিক্ত টাকা খরচ করতে হতো। আর এবার তা সম্পূর্ণ মুকুব করা হয়েছে। সরকার দাবি করছে, এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ পরিবার উপকৃত হবে।