বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষবারের মতো গত রবিবার হেরে মাঠ ছেড়েছিল পাকিস্তান। আজ দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চে সেই দলই ফের ভারতের মুখোমুখি হবে। দুদলের পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে, বোলিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে টিম ইন্ডিয়া। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে জাতীয় দলের সকলেই ভাল ছন্দে রয়েছেন।
অন্যদিকে, পাকিস্তানের ব্যাটিং অর্ডার দুর্বল। তাই বিগত ম্যাচগুলিতে বোলিং দিয়েই কোনও মতে মান বাঁচিয়েছে, সলমান আলি আঘার দল। তবে আজ প্রতিপক্ষ ভারত। তাই শুভমনদের বিরুদ্ধে জ্বলে ওঠার চেষ্টা করবে পাক দল। সেই মতোই, শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে পশ্চিমের দেশ। তার আগে জেনে নেওয়া দরকার দুবাইয়ের পিচ সম্পর্কে (India Vs Pakistan Pitch Report)।
দুবাইয়ের পিচ রিপোর্ট
সাধারণত সংযুক্ত আরব আমিরাশাহীর স্টেডিয়ামগুলিতে মূলত অগ্রাধিকার পেয়ে থাকেন স্পিনাররা। ইন্ডিয়া টিভির রিপোর্ট অনুযায়ী, আজ দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও ভারত বনাম পাকিস্তান ম্যাচের পিচ বোলার সহায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে। একই সাথে, দুবাইয়ের এই পিচে মূলত যে দল প্রথমে বোলিং করে, রান তাড়া করবে তাদের জেতার সম্ভাবনাই প্রবল। গত পাঁচ ম্যাচের পরিসংখ্যান বলছে, প্রথম বোলিং নিয়ে রান চেজ করা দল 3টি ম্যাচ জিতেছে। অপরদিকে প্রথমে ব্যাটিং করা দল দুটি ম্যাচে জয় খুঁজে পেয়েছে।
রিপোর্ট অনুযায়ী দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচের টি-টোয়েন্টি পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত এই পিচে 116টি ম্যাচ হয়েছে। যার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল 53টি ম্যাচ জিতেছে। অন্যদিকে প্রথমে বোলিং করে রান চেজ করা দলগুলি 62টি ম্যাচে জয় তুলেছে। বলা বাহুল্য, দুবাইয়ের বিশেষ পিচে সবচেয়ে সফল রান চেজ 8 উইকেটে 184। কাজেই বলাই যায়, ভারত যদি টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় তবে অর্ধেক ম্যাচ সূর্যরা সেখানেই জিতে যাবেন।
অবশ্যই পড়ুন: টাটার হাত ধরে বিদেশের মাটিতে ভারতের প্রথম অস্ত্র কারখানা
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, শুভমন গিল (সহ অধিনায়ক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।