বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে উঠেছিল গেরুয়া ঝড়। সভাপতি, সম্পাদক সহ মোট 4 পদের মধ্যে 3টিতেই জয় লাভ করেছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এবার একই চিত্র ধরা পড়ল হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও (HCU Election Results 2025)। দীর্ঘদিন ধরে বামপন্থী ও দলিত ছাত্র সংগঠনের আওতায় থাকা হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় এবার দখল করল ABVP।
বাম জোট বধ করে ইতিহাস তৈরি করেছে এবিভিপি
হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাম ছাত্র ইউনিয়ন জোটকে পরাজিত করে অবশেষে সভাপতি নির্বাচিত হয়েছেন এবিভিপি প্যানেলের শিব পালেপু। অন্যদিকে প্যানেল থেকে সহ-সভাপতি পদ পেয়েছেন দেবেন্দ্র। একইভাবে সাধারণ সম্পাদকের পদ থেকে জয়ী হয়েছেন শ্রুতি। এছাড়া সৌরভ শুক্লা যুগ্ম সম্পাদক, জ্বালা প্রসাদ ক্রীড়া সম্পাদক এবং ভেনাস সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় কাউন্সিলর এবং বোর্ড সদস্যের পদও জিতে নিয়েছে গেরুয়া শিবির।
ABVP clean sweeps Hyderabad Central University Students Union Elections!
Someone please send a box of tissues to Rahul Gandhi, who keeps hallucinating about a “Gen Z revolution” even as NSUI is getting wiped out across Central Universities.
In just the last year, ABVP has… pic.twitter.com/9KeKEV6sxU
— Amit Malviya (@amitmalviya) September 20, 2025
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, এবিভিপি বাহিনীর রেকর্ড জয়ের পর বিশ্ববিদ্যালয়টিতে বামপন্থী ছাত্র সংগঠন, দলিত সংগঠন সহ এনএসইউআইন জোটের যে আধিপত্য তা বড় ধাক্কা খেয়েছে। এবিভিপি কর্মীদের একটা বড় অংশ মনে করছেন, এই জয় শিক্ষার্থীদের জাতীয়তাবাদের প্রতি অঙ্গীকার এবং বিভেদমূলক রাজনীতিকে চ্যালেঞ্জ করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক। বিশেষ করে, সমাজ বিজ্ঞান বিভাগের মতো বামপন্থী শক্ত ঘাঁটিতে গেরুয়া শিবিরের এমন জয় সত্যিই কল্পনার অতীত।
বড় ক্ষতি হল এনএসইউআই-র!
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তেলেঙ্গানায় ক্ষমতায় রয়েছে কংগ্রেস। কিন্তু তা সত্বেও হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অন্যান্যদের থেকেও কম ভোট পেয়েছে এনএসইউআই, যা কংগ্রেসের জন্য বড় ধাক্কা। যদিও বিশ্লেষক মহলের একাংশের মতে, বিশ্ববিদ্যালয়টিতে কোনও দিনই শক্তিশালী ছিলনা এনএসইউআই। মূলত বামপন্থী জোটের হাত ধরেই বিশ্ববিদ্যালয়টিতে আধিপত্য ছিল তাদের।
অবশ্যই পড়ুন: বিকেল ৫টায় GST সহ এই ইস্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী
প্রসঙ্গত, হায়দরাবাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বামেদের ঘাঁটিতে ঐতিহাসিক জয় নিশ্চিত করেই বিবৃতি জারি করে অখিল ভারতীয় বিদ্যা পরিষদ। সেই বিবৃতিতে বলা হয়, ক্যাম্পাসে শান্তি প্রতিষ্ঠা, এইচসিইউর জমি রক্ষা এবং একটানা আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের সমর্থন অর্জন করেছি আমরা। এইচসিইউর এর ইতিহাসে এই জয় যুগান্তকারী। আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের স্বার্থে যাবতীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস্য দিয়েছে এবিভিপি।