সৌভিক মুখার্জী, কলকাতা: উৎসবের মরসুমে বাইক প্রেমীদের জন্য বিরাট সুখবর। টিভিএস-এর জনপ্রিয় স্ট্রিট বাইকের মধ্যে সবথেকে অন্যতম এবার 14 হাজার টাকা কম দামে বিক্রি হচ্ছে। হ্যাঁ, কোম্পানি ঘোষণা করেছে, এখন Ronin SS-এর বেস ভেরিয়েন্টের দাম মাত্র 1.35 লক্ষ টাকা, যা Royal Enfield Hunter 350-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। আজকের প্রতিবেদনে এই বাইকটি সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
ডিজাইন এবং ফিচার্স
উল্লেখ্য, দাম কমলেও Ronin SS-এর ডিজাইন এবং ফিচার্সে সেরকম কোনও পরিবর্তন আনা হয়নি। বেস ভ্যারিয়েন্টে ও থাকছে LED হেডলাইট ও ইনসেট DRL, LED টেইল লাইট, সিঙ্গল-পড LCD ডিসপ্লে, ব্লুটুথ সংযোগের সুবিধা।
এদিকে বাইকের ফ্রেম সাসপেন্ডেডে রয়েছে USD ফর্ক ও মনোশক। তবে বেস ভ্যারিয়েন্টে গোল্ড কালার USD নেই, যেটি টপ ভ্যারিয়েন্টে দেওয়া রয়েছে। রং-এর ক্ষেত্রে বেস ভ্যারিয়েন্টে মনোটোন রং ব্যবহার করা হচ্ছে। ফলে রাইডারদের অভিজ্ঞতা আরও এক ধাপ উপরে উঠবে।
ইঞ্জিন ও পারফরম্যান্স
জানিয়ে রাখি, Ronin SS বাইকটিতে রয়েছে 225.9cc একটি এয়ার ও অয়েল-কুলড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা 20.1bhp শক্তি এবং 19.93Nm টর্ক উৎপন্ন করতে পারে। আর এতে রয়েছে ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। ইঞ্জিনটি খুবই শক্তিশালী এবং Ronin-এর রাইড ও হ্যান্ডেলিংকে অনেকেই সেরা বিকল্প বলে মনে করে। তবে বাইকের পোলারাইজিং ডিজাইন অনেকের পছন্দ নাও হতে পারে।
আরও পড়ুনঃ রাজ্য, জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! প্রতি বছর কর, নিয়ম বেঁধে দিল পরিবহণ দফতর
প্রসঙ্গত, এই বাইকটি দাম ও পারফরম্যান্সের দিক থেকে প্রতিযোগিতা করছে সরাসরি Royal Enfield Hunter 350-এর সঙ্গে, যার এক্স শোরুম প্রাইস 1.49 লক্ষ টাকা। আর এই দাম কমানোর অফার বেস ভ্যারিয়েন্টের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, উৎসবের মরসুমে Ronin SS হতে পারে বাইক প্রেমীদের জন্য একেবারে সেরা বিকল্প