বাংলাদেশীদের জন্য দরজা বন্ধ করল UAE! ভিসা নিষেধাজ্ঞার খবর ওড়াল ইউনূস সরকার

Published on:

UAE Visa Ban On Bangladesh Yunus Government Reaction

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘোর বিপদে বিদেশমুখী বাংলাদেশীরা! জানা যাচ্ছে, বাংলাদেশ সহ আরও 8টি দেশের জন্য আপাতত পর্যটন ও ওয়ার্কিং ভিসা বাতিল করছে সংযুক্ত আরব আমিতশাহী (UAE Visa Ban On Bangladesh)! ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ডের রিপোর্ট অনুযায়ী, UAE এর তরফে নাকি জানানো হয়েছে বাংলাদেশীদের জন্য এই মুহূর্তে পর্যটন এবং ওয়ার্কিং ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। ইতিমধ্যেই সেই খবর প্রকাশিত হয়েছে ওপার বাংলার একাধিক সংবাদমাধ্যমে। যদিও মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এই দাবি উড়িয়ে দিয়েছে।

নিষেধাজ্ঞার কারণ?

ওই রিপোর্ট অনুযায়ী, UAE এর তরফে নাকি ভু রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তাজনিত উদ্বেগ এবং কোভিড 19 এর মত মহামারীকে সামনে রেখেই বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলির উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনও ব্যাখ্যা দেয়নি সংযুক্ত আরব আমিরশাহীর সরকার।

সূত্রের যা খবর, বাংলাদেশের পাশাপাশি উগান্ডা, সুদান, সোমালিয়া, ক্যামারুন, লিবিয়া, আফগানিস্তান, ইয়েমেন এবং লেবাননের উপরও সাময়িকভাবে ভিসা সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে UAE। রিপোর্ট অনুযায়ী, এই নিষেধাজ্ঞা আগামী 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হয়ে যাবে। জানা গিয়েছে, এমন সিদ্ধান্তের জেরে, পর্যটন ও ওয়ার্কিং ভিসার পাশাপাশি ব্যবসায়িক উদ্দেশ্যে UAE প্রবেশের ক্ষেত্রেও এই 9 দেশের উপর নিষেধাজ্ঞা থাকবে। যদিও এমন দাবি মানছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

অবশ্যই পড়ুন: বাম ঘাঁটিতে গেরুয়া ঝড়! হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ঐতিহাসিক জয় এবিভিপি-র

বাংলাদেশের উপর কোনও নিষেধাজ্ঞা দেয়নি UAE, দাবি ইউনূস সরকারের

গত 17 সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় এক বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট UAE Visa Online এ প্রকাশিত বাংলাদেশ সহ 9 দেশের উপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়টিকে সামনে এনে শনিবার রাতে বাংলাদেশের প্রেস উইং তাদের ফেসবুক হ্যান্ডেলে দাবি করেছে, সংযুক্ত আরব আমিরশাহী বাংলাদেশের নাগরিকদের উপর কোনও ভিসা নিষেধাজ্ঞা জারি করেনি। প্রেস উইং জানায়, UAE তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ নাকি স্পষ্ট করে বলেছেন, আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের কোনও বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। তাঁর কথায়, হয়তো ভুয়ো তথ্য ও বিদ্বেশ ছড়াতেই এমন পোস্ট করা হয়েছে। এদিকে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম নিষেধাজ্ঞার খবর ফলাও করে জানিয়েছে।

UAE Visa Ban On Bangladesh Yunus Government Reaction

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥