ইসরোর বিজ্ঞানীর জমি দখল করেই পার্টি অফিস CPIM-র, নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট

Published:

CPIM Kerala
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে সিপিএমের (CPIM Kerala) নতুন সদর দপ্তর এ কে গোপালন সেন্টার উদ্বোধনের পর থেকেই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। বিন্দু নামের ইসরোর এক বিজ্ঞানী দাবি করছেন, যে জমিতে পার্টি অফিস তৈরি হয়েছে সেটি নাকি তাঁর। এমনকি তাঁর সেই অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সিপিএমকে নোটিশ পাঠিয়েছে।

ঘটনাটি কী?

সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী ওই বিজ্ঞানী জানিয়েছেন, তাঁর জমি ছয়টি জমির নিলামের অংশ হিসেবেই অন্যায় ভাবে সরকারের হাতে চলে গিয়েছিল। তিনি মনে করছেন, নিলামের প্রক্রিয়া সঠিক এবং স্বচ্ছভাবে হয়নি। সেই জমির উপর সিপিএমের নতুন পার্টি অফিস তৈরি হয়েছে। প্রসঙ্গত, এর আগে বিন্দু এই অভিযোগ কেরল হাইকোর্টেও তুলেছিলেন। তবে সেখানে তাঁর বিরুদ্ধে রায় গিয়েছিল। এরপর দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের নোটিশের পর সিপিএমের উপর যে চাপ বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না।

রাজনৈতিক প্রেক্ষাপট

প্রসঙ্গত, কেরালা বর্তমানে একমাত্র রাজ্য, যেখানে বামপন্থীরা ক্ষমতা দখল করে রেখেছে। দেশের অন্যান্য প্রান্তে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে তারা। তবে এই ধরনের জমি দখলের অভিযোগ দলের ভাবমূর্তিকেই আঘাত করছে। বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা সিপিএমের জন্য বিরাট সমস্যা তৈরি করতে পারে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ বিনামূল্যে হবে বায়োমেট্রিক আপডেট, আধার নিয়ে বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের

বিন্দু দাবি করছে, ষড়যন্ত্রমূলক প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে তাঁর নিজস্ব জমি থেকেই বঞ্চিত করা হচ্ছে। পার্টি অফিস তৈরি করার মাধ্যমে তাঁর ব্যক্তিগত সম্পত্তিগুলোকেই অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। তাই তিনি সুপ্রিম কোর্টে বিচার চাইছেন এবং ন্যায় সংগত সমাধানের জন্যই মামলা দায়ের করেছেন। সুপ্রিম কোর্টের নোটিশ কেরল সিপিএমের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। আর এখন দেখার বিষয়, তারা কীভাবে পরিস্থিতি সামাল দেয় এবং এই চাপ মোকাবেলা করে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join