এবারের পুজোয় কাড়ি কাড়ি টাকা আসবে ৪ রাশির হাতে, মিলবে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

Published:

Baba Vanga Prediction
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বুলগেরিয়ার সেই অন্ধ ভবিষ্যদ্বক্তা যিনি ‘নস্ট্রাদামুস অফ দ্য বালকান’ নামে পরিচিত, সেই বাবা ভাঙ্গা আজও তাঁর হাড় কাঁপানো ভবিষ্যদ্বাণীর (Baba Vanga Prediction) জন্য পরিচিত। ১৯১১ সালে জন্ম আর ১৯৯৬ সালে মৃত্যু হলেও তাঁর বলা বিভিন্ন ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। বিশেষ করে ২০২৫ সালের জন্য তিনি যা বলে গিয়েছিলেন, তা হুবহু সত্যি হতে শুরু করেছে।

আর এবার দুর্গাপুজোকে ঘিরেও বাবা ভাঙ্গার কিছু ভবিষ্যদ্বাণী বেশ চর্চায় উঠে এসেছে। তাঁর মতে, দেবীপক্ষে কয়েকটি রাশির জাতক জাতিকারা বিপুল পরিমাণে অর্থ লাভ করবে। এমনকি লক্ষীলাভ হবে বলা যায়। কোটিপতি হয়ে যেতে চলেছে তাঁরা। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশি…

মেষ রাশি

আমরা সকলেই জানি, মেষ রাশির উত্তরসূরি মঙ্গল। আর এরা মূলত সাহস, শক্তি আর দৃঢ় প্রতিজ্ঞা দিয়েই জীবনকে চালায়। বাবা ভাঙ্গা বলছে, এই পুজোয় মেষ রাশির জাতক জাতিকাদের হাতে অঢেল টাকা আসবে। কর্মক্ষেত্র, ব্যবসা সব জায়গাতেই এরা বিরাট পারফরম্যান্স করবে এবং কেরিয়ারে আর পিছন দিকে ফিরে তাকাতে হবে না।

বৃষ রাশি

শুক্র গ্রহের অধিপতি এই রাশির জাতক জাতিকারা সৌন্দর্য আর ভোগবিলাসীতে আগ্রহী। তবে এই সময় শুধুমাত্র আনন্দ নয়, বরং অর্থনৈতিক অবস্থাও বিরাট উন্নতি লাভ করবে। হঠাৎ কোনও বিনিয়োগ বা নতুন ব্যবসায় প্রচুর অর্থ হাতে আসতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশির অধিপতি বুধ। এরা বুদ্ধি আর পরিকল্পনায় সবসময় এক কাঠি উপরে থাকে। বাবা ভাঙ্গা বলছে, এই দুর্গাপুজো থেকেই মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে বড় ধরনের সাফল্য আসতে পারে, ব্যক্তিগত জীবনে ও আর্থিক সমৃদ্ধি আসবে। সব মিলিয়ে বিলাসের ছোঁয়া মিলবে এই রাশির লোকদের।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের অধিপতি সূর্য। তাই এদের জন্য এবারের দুর্গাপূজো জীবনের মোড় ঘোরানোর সময়। বাবা ভাঙ্গা বলছে, শনি এই সময়ে সিংহ রাশির উপর প্রভাব ফেলবে। ফলে কর্মজীবন কিংবা ব্যবসা, সবক্ষেত্রেই বিরাট সাফল্য লাভ করবে। মা লক্ষ্মীর কৃপায় এই রাশির জাতক জাতিকাদের বিপুল পরিমাণে অর্থ হাতে আসবে।

আরও পড়ুনঃ নতুন GST-তে ২.৫ লক্ষ কোটি টাকা সাশ্রয় হবে দেশবাসীর! ভাষণে জানালেন মোদী

তবে অবশ্যই মনে রাখবেন, এগুলো সবই প্রচলিত বিশ্বাস আর জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করেই বলা। এর সঙ্গে বিজ্ঞানের কোনওরকম সম্পর্ক নেই। ভাগ্যে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আমরা শুধুমাত্র কিছু জ্যোতিষশাস্ত্রীয় পরামর্শ দিয়ে থাকি। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের বিবেচনায় পা বাড়াবেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join