শুরুতেই বেতন ৫৭,৭০০! পাবলিক সার্ভিস কমিশনে প্রচুর শূন্যপদে নিয়োগ

Published on:

RPSC Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে ৩০টি বিষয়ে মোট ৫৭৪টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ (RPSC Recruitment 2025) করা হবে বলে জানানো হয়েছে। তবে হ্যাঁ, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে এবং চাকরিপ্রার্থীরা শুরুতেই পাবে মোটা অঙ্কের বেতন। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরা হল।

পদ এবং শূন্যপদের বিবরণ

রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। তবে এর মধ্যে ৩০টি বিষয় রয়েছে। মোট শূন্যপদ রয়েছে ৫৭৪টি এবং প্রত্যেকটি পদের জন্য আবার ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

জানা যাচ্ছে, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের UGC নিয়ম অনুযায়ী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি NET/SET/SLET উত্তীর্ণ হওয়া আবশ্যক এবং কিছু বিশেষ ক্ষেত্রে পিএইচডি প্রার্থীরা আবেদন করতে পারবে।

বয়স সীমা

এখানের নূন্যতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে। এর সাথে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

নির্দিষ্ট কোনও বেতন কাঠামো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। তবে জানা যাচ্ছে, লেভেল ১০ অনুযায়ী বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে প্রাথমিক বেতন দাঁড়াবে প্রতি মাসে ৫৭,৭০০ টাকা।

নিয়োগ প্রক্রিয়া

যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং মেধা তালিকার মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (Click Here) যান।
  • এরপর “Apply Online” লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন।
  • এবার লগইন করে নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার তথ্য পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • এরপর অনলাইনে ফি জমা দিন।
  • শেষে সাবমিট করে দিন।

বলে রাখি, এখানে সাধারণ / OBC / EWS প্রার্থীদের আবেদন করার জন্য ৬০০ টাকা ফি চাওয়া হয়েছে এবং SC / ST / PwBD প্রার্থীদের ৪০০ টাকা করে ফি দিতে হবে।

আরও পড়ুনঃ এবারের পুজোয় কাড়ি কাড়ি টাকা আসবে ৪ রাশির হাতে, মিলবে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

গুরুত্বপূর্ণ তারিখ

ইতিমধ্যেই ২০ সেপ্টেম্বর থেকে এখানে অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে। তবে আবেদনের শেষ তারিখ এখনও জানানো হয়নি। খুব শীঘ্রই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে। সম্ভাব্য ১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

RPSC Official Notification- Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥