সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। এসি কোচে চুরি, বন্যাত্রাণের ত্রিপল বিক্রি, মোদীকে মমতার কটাক্ষ, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন
১০) জাতীয় এবং রাজ্য সড়কে বন্ধ টোটো চলাচল
পুজোর আগে পশ্চিমবঙ্গের টোটো নিয়ন্ত্রণে এবার বিরাট পদক্ষেপ নিল পরিবহন দপ্তর। নতুন নিয়ম অনুযায়ী, টোটো শুধুমাত্র নির্দিষ্ট রুটেই চলবে। জেলা স্তরে রেজিস্ট্রেশনের বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি প্রতিটি গাড়ির জন্য নম্বর প্লেট আর কিউআর কোড থাকবে, যা স্ক্যান করলেই রুটের বাইরে চলা টোটোকে সনাক্ত করা যাবে। একাধিক রেজিস্ট্রেশন থাকলে তা বাতিল করে দেওয়া হবে। বার্ষিক কর ধার্য করা হলে রাজস্ব বৃদ্ধি পাবে। পাশাপাশি জাতীয় এবং রাজ্য সড়কের টোটো চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের তরফ থেকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) আধার বায়োমেট্রিক আপডেট এবার সম্পূর্ণ বিনামূল্যে
কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী, ৫ থেকে ৭ বছর এবং ১৫ থেকে ১৭ বছর বয়সের শিশুদের আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট এবার সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। এর আগে এই পরিষেবার জন্য ৫০ টাকা করে চার্জ দিতে হতো। তবে ১৮ বছরের বেশি বয়সী বা অন্যান্য ক্ষেত্রে এবার আপডেটের জন্য ১০০ টাকা করে চার্জ গুনতে হবে। সব ধরনের আধার আপডেট সরকার অনুমোদিত আধার সেন্টারে গিয়েই করতে হবে। আর এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ পরিবার উপকৃত হবে বলেই মনে করছে কেন্দ্র সরকার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) এসি কোচ থেকেই কম্বল, বালিশ চুরি
পুরী থেকে দিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেসের এসি কোচে এবার রেলের বালিশ, চাদর ও তোয়ালে চুরি করতে গিয়ে ধরা পরল এক পরিবার। টিটিইদের তৎপরতায় ব্যাগ থেকে চার জোড়া বালিশ এবং তোয়ালে উদ্ধার করা হয়েছে। এমনকি সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। অভিযুক্তের পরিবার দাবি করছে, মা ভুলক্রমে চাদর ব্যাগে ঢুকিয়ে ফেলেছিল। তবে রেল কর্মীরা তা মানেননি। বরং সোশ্যাল মিডিয়ায় সেই ভাইরাল ভিডিওতে পরিবারটির কর্মকান্ডের কেন্দ্র করে তীব্র নিন্দা জানিয়েছে সবাই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) বায়োমেট্রিকের জন্য রেশন তুলতে পারছে না ১০ লক্ষ মানুষ
বাংলায় রেশন কার্ডে খাদ্য সামগ্রী তুলতে গিয়ে ১০ লক্ষের বেশির মানুষ এবার আধার ও বায়োমেট্রিক সমস্যার সম্মুখীন হচ্ছে। পাঁচ বছরের কম বয়সী প্রায় ১০ লক্ষ ৪১ হাজার শিশু এখনো পর্যন্ত আধার কার্ড পায়নি। আর ২২,২৮৬ জনের বায়োমেট্রিক আপডেট হয়নি। এই কারণে রেশন বিতরণে তারা সমস্যা পোহাচ্ছে। রাজ্য প্রশাসন দ্রুত এই সমস্যার সমাধান করতে সমস্ত জেলা শাসকের নির্দেশ দিয়ে দিয়েছে। স্থানীয় আধিকারিকরা সমস্ত নিয়ম মেনেই যাচাই করছে এবং বিকল্প ব্যবস্থার মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) মমতা প্রথম জিএসটি কমানোর দাবি তুলেছিলেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার জিএসটি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করে বসলেন। তিনি বলেছেন, জিএসটি কমানোর দাবি তিনিই প্রথম তুলেছিলেন। তবে ক্রেডিট নিচ্ছে অন্য কেউ। মেডিক্লেম এবং অন্যান্য পরিষেবায় জিএসটি কমানোর জন্য রাজ্যের ৯০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে যা কেন্দ্র কোনও দায়িত্ব নিচ্ছে না। মমতা কেন্দ্রীয় দলের রাজ্য সফর এবং আচরণকে সমালোচনা করে করেছেন এবং অভিযোগ করেছেন, কেন্দ্রের নীতির কারণেই পশ্চিমবঙ্গে ২০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) উদয়নারায়নপুরে বিধায়ক সমীর পাঁজার ইস্তফা
ব্লক কমিটি ঘোষণা হতেই হাওড়ার উদয়নারায়নপুরে তৃণমূল বিধায়ক সমীর পাঁজা নিজের জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন। তিনি দাবি করছেন, দীর্ঘদিন ধরে তিনি তিনটি কেন্দ্রের সভাপতি পরিবর্তনের জন্য প্রস্তাব দিয়েছিলেন। তবে তা মানা হয়নি। বহুবার দলের সর্বভারতীয় সভাপতিকে যোগাযোগের চেষ্টা করেও তা সম্পন্ন হয়নি। তাই জেলা কমিটি ঘোষণা হওয়ার পরপরই তিনি পদত্যাগ করেছেন। ভোটের আগে এই সিদ্ধান্ত তৃণমূলের অন্দরে যে অস্বস্তি বাড়াবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) বন্যাত্রাণের ত্রিপল বিক্রি করছে তৃণমূল নেতা
মালদার ভূতনিতে বন্যাত্রাণের ত্রিপল বিক্রি করে দিচ্ছে এক তৃণমূল নেতা পরাণ মহালদার। সেই ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে। তিনি বলছেন, না বেচলে খাব কী? প্রতিটি ত্রিপল ৩০০ টাকা করেই তিনি বিক্রি করছেন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। এর আগে ২০২৪ সালের বন্যায় তৃণমূল কর্মী অজয় মণ্ডল মাঝি নৌকা কেনার জন্য প্রায় ৩ লক্ষ টাকা আত্মসাৎ করেছিল। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই ঘটনায় তীব্র সমালোচনা করে বলেছেন, প্রকাশ্যে দুর্নীতি হচ্ছে। তবে শাসকদলকে কোনওরকম বিচার করতে পারছে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) টাটার হাত ধরে বিদেশের মাটিতে ভারতের প্রথম অস্ত্র কারখানা
আফ্রিকার মরক্কোতে ভারতের প্রথম অস্ত্র কারখানা তৈরি করা হয়েছে হচ্ছে যা উদ্বোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টাটার সহযোগিতায় নির্মিত এই কারখানায় হুইলড আমার্ড প্ল্যাটফর্ম বা সাঁজোয়া গাড়ি উৎপাদন করা হবে বলে জানানো হয়েছে। মরক্কোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং যৌথ উদ্যোগে ভারতের আত্মনির্ভরতার পথ এবার আরও মসৃণ হবে। দুই দেশের মধ্যে চুক্তিও স্বাক্ষর হবে। এর মাধ্যমে প্রশিক্ষণ, বিনিময় ও প্রতিরক্ষা শিল্পে ঘনিষ্ঠতা বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) নেপালের পর সরকারের দুর্নীতির বিরুদ্ধে পথে পেরুর জনগণ
নেপালের মতো এবার পেরুতেও সরকারের দুর্নীতির বিরুদ্ধে দেশের যুবসমাজ পথে নামল। পেরুর রাজধানীর লিমায় শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবন এবং কংগ্রেস ভবনের দিকে এগোতে থাকলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ গ্যাস ব্যবহার করলে বিক্ষোভকারীরা পাল্টা প্রতিক্রিয়া জানায়। সামাজিক অস্থিরতা, অপরাধ বৃদ্ধি, দুর্নীতি এবং পেনশন সংস্করণের কারণেই তাদের এই বিক্ষোভ বলে জানা গিয়েছে। এতে এক পুলিশ কর্মী আহত হয়েছে এবং বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্ত দুর্নীতির কারণে চাপের মুখে রয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ভিখারির থেকে বাংলার আবাসের টাকা হাতানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
নদীয়ার কালিগঞ্জের পলাশীতে এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল। এক তৃণমূল নেতা ভিক্ষুক চন্দনা সরদারের কাছ থেকেই বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। অভিযোগ উঠছে, পঞ্চায়েত প্রধান রমা দাসের স্বামী সমর দাস চন্দনার থেকে ৭০০০ টাকা জোরপূর্বক নিয়ে নিয়েছেন। এই ঘটনার পরে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত নেতার শাস্তির দাবি করছেন। তবে এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। ইতিমধ্যেই চন্দনা লিখিত অভিযোগ দায়ের করেছেন বিডিওর কাছে। বিষয়টি রাজনীতিতেও সরগরম করেছে তা বলার রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন